‘আদালতের রায় মানলে বিএনপি’র অস্তিত্ব থাকে না’ -প্রধানমন্ত্রী
আদালতের
রায় পুরোপুরি মানলে বিএনপি নামের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না বলে
জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর
রহমান সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। হাইকোর্টে রায়ে ওই ক্ষমতা দখল
অবৈধ ঘোষণা করা হয়েছে। আর অবৈধ ক্ষমতা দখলকারীদের তৈরী সংগঠন হচ্ছে
বিএনপি। তাই রায় অনুযায়ী বিএনপি রাজনৈতিক দল নয়। তবে নির্বাচন কমিশনে
বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত। বুধবার বিকালে জাতীয় সংসদে
প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। এসময় তিনি হিযবুত তাহরীরের পোস্টার
ছাপিয়ে জঙ্গি কর্মকান্ডকে উৎসাহিত করার অভিযোগ করে ইংরেজি দৈনিক ডেইলি
স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের
নামে খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতের নাশকতা, সন্ত্রাস ও মানুষকে পুড়িয়ে
হত্যার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর, আইএস (ইসলামিক স্টেট)সহ
আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। এদের কর্মকান্ড একইসূত্রে
গাঁথা। তবে ইস্যুবিহীন অন্দোলনের নামে বীভৎস্য কায়দায় এতো মানুষকে খুনের
দায় কোনভাবেই এড়াতে পারবেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে
মামলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। আইনানুযায়ী যা যা করার তাই করা
হবে। তার (খালেদা জিয়া) বিচার বাংলার মাটিতেই করা হবে।
No comments