জনপ্রিয়তা বাড়ছে ক্যাপসুল হোটেলের
চীনে
জনপ্রিয়তা বাড়ছে মহাকাশ সদৃশ ক্যাপসুল হোটেলের। ছোট্ট ক্যাপসুলগুলো
শুধুমাত্র একজন মানুষ ঘুমানোর জন্য আদর্শ। সাশ্রয়ী হওয়ার কারণে তরুণ
পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে। এক রাতের জন্য ভাড়া মাত্র ৭ পাউন্ড
(প্রায় ১১ ডলার)। চীনে গড়ে উঠেছে অনেকগুলো স্পেস ক্যাপসুল হোটেল। শানজি
প্রদেশের তাইইউয়ান শহরের এমন একটি হোটেল নিয়ে সচিত্র প্রতিবেদন করেছে
বৃটেনের ডেইলি মেইল। ঘুমানোর জন্য ক্যাপসুলের রীতিটা কয়েক দশক আগে শুরু
হয়েছিল জাপানে। এরপর চীনে গড়ে উঠেছে এমন অনেক হোটেল। তাইইউয়ানের হোটেলটিতে
এক একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ৬.৬ ফুট আর প্রস্থ ৪.৩ ফুট। ছোট এসব
ক্যাপসুলগুলোতে সাধারণ একটি বিছানার পাশাপাশি রয়েছে একটি আয়না, টেলিভিশন,
কোট ঝুলানোর হুক, প্লাগ সকেট, ফ্যান এবং ভাঁজ করা যায় এমন কম্পিউটার ডেস্ক।
রয়েছে ওয়াইফাই সংযোগ। এছাড়া যাদের নাক ডাকার অভ্যাস রয়েছে তাদের জন্য আছে
শব্দনিরোধক ক্যাপসুল। এছাড়াও ক্যাপসুলের মধ্যে রাখা হয়েছে স্মোক ডিটেক্টর।
৫২০০ বর্গফুট আয়তনের এ হোটেল ভবনে নয়টি কক্ষের মধ্যে রয়েছে ৮৬টি
ফাইবারগ্লাস ক্যাপসুল। মহাকাশ থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতে নক্ষত্র রাশির
নামে রাখা হয়েছে ক্যাপসুলগুলোর নাম। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয় অনুযায়ী,
হোটেলের ম্যানেজার সু মেইজ্যাং জাপানে স্লিপিং পডের জনপ্রিয়তা দেখে নতুন
ধারার এ ব্যবসা শুরু করতে অনুপ্রাণিত হয়েছিলেন। এছাড়াও শহরটিতে তরুণ
পর্যটকদের সামর্থ্যের মধ্যে থাকার ব্যবস্থা করাটাও তাগিদ হিসেবে কাজ করেছে।
No comments