প্যারিসে পত্রিকা অফিসে হামলা
ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিদ্রুপ ম্যাগাজিনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বন্দুকধারীরা বেশ কিছুক্ষণ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বন্দুকধারীদের খোঁজে পুলিশ প্যারিসজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। শার্লি হেবদো নামের ম্যাগাজিনটি ২০১১ সালের নভেম্বরে মহানবীর কার্টুন ছেপে বিশ্বব্যাপী বিক্ষোভের মুখে পড়েছিল। তখন পত্রিকাটির কার্যালয়ে বোমা হামলা হয়েছিল।
সম্প্রতি এটি ইসলামিক স্টেটের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির কার্টুন প্রকাশ করেছে। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ অকুস্থলে ছুটে যান। তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন। নিহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী বিনো ব্রিঞ্জার একটি ফরাসি টিভিকে বলেন, কালাশনিকভ নিয়ে দু’জন কালো পোশাক পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করেন। এর কয়েক মিনিট পরই আমরা অনেকগুলো গুলির শব্দ পাই। এরপর তারা ভবনটি ছেড়ে পালিয়ে যায়। বিবিসি।
No comments