হ্যাপির মামলায় কারাগারে রুবেল
চিত্রনায়িকা
নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলায় ক্রিকেটার রুবেল হোসেনকে কারাগারে
পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে
জামিন আবেদন করেছিলেন রুবেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে
রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দুপুরের দিকেই রুবেলকে আদালত
এলাকা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এদিকে রুবেলকে কারাগারে
পাঠানোয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেটে তার অংশ নেয়াটা অনিশ্চয়তার মধ্যে
পড়েছে। ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার বিষয়টি রুবেলের
ব্যক্তিগত। বাংলাদেশ দল যেদিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে সেদিন
রুবেল হাজির হলে তাকেই দলে রাখা হবে। তা না হলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। গত
বছরের ১৩ই ডিসেম্বর ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায়
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার
হ্যাপি। মামলায় হ্যাপি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে
দৈহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। যদিও রুবেল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে
হ্যাপির বিরুদ্ধে উল্টো ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ করেছেন। এছাড়া মামলার
পরপরই পুলিশ হ্যাপিকে নিজেদের হেফাজতে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের
ফরেনসিক বিভাগে শারীরিক পরীক্ষা করে। ওই টেস্টে হ্যাপিকে জোর করে ধর্ষণ
করা হয়নি বলে উল্লেখ করা হয়। গত ৩১শে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার
আবেদনের প্রেক্ষিতে আদালত রুবেলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। অপরদিকে
মামলা দায়েরের দু’দিনের মাথায় ১৫ই ডিসেম্বর উচ্চ আদালতে হাজির হয়ে চার
সপ্তাহের আগাম জামিন নেন রুবেল হোসেন। চার সপ্তাহ শেষ হওয়ার তিন দিন আগেই
গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালত সূত্র জানায়, গতকাল সকালে মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে রুবেলের জামিন আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আদালতে এ সময় হ্যাপি এবং তার আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপনও উপস্থিত ছিলেন। শুনানি চলাকালীন হ্যাপির আইনজীবী বলেন, রুবেলকে বিশ্বকাপ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যেতে দিলে, তিনি পালিয়ে যেতে পারেন। তাই তার জামিন নামঞ্জুর করা হোক। অপরদিকে রুবেলের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, রুবেল জাতীয় দলের একজন প্রতিভাবান ক্রিকেটার। দেশের সম্পদ। তাকে বাংলাদেশ দলের প্রয়োজন। তাই তাকে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি দেয়া হোক। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে আদালত রুবেলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।
আদালত সূত্র জানায়, গতকাল সকালে মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে রুবেলের জামিন আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আদালতে এ সময় হ্যাপি এবং তার আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপনও উপস্থিত ছিলেন। শুনানি চলাকালীন হ্যাপির আইনজীবী বলেন, রুবেলকে বিশ্বকাপ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যেতে দিলে, তিনি পালিয়ে যেতে পারেন। তাই তার জামিন নামঞ্জুর করা হোক। অপরদিকে রুবেলের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, রুবেল জাতীয় দলের একজন প্রতিভাবান ক্রিকেটার। দেশের সম্পদ। তাকে বাংলাদেশ দলের প্রয়োজন। তাই তাকে দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি দেয়া হোক। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে আদালত রুবেলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।
No comments