২৬ বছরে সিলেটে ছাত্র রাজনীতির বলি অর্ধশতাধিক
ছাত্র রাজনীতির জের ধরে সংঘর্ষে গত ২৬ বছরে সিলেটে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক। পুড়িয়ে দেয়া হয়েছে তিনটি ছাত্র হোস্টেল। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাঙ্গনে অস্থিরতায় একদিনে বাড়ছে নিরাপত্তাহীনতা, অন্যদিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার পরিবেশ। খবর সময় টেলিভিশনের। ২০১২ সালের ৮ জুলাই পুড়িয়ে দেয়া হয় সিলেট এমসি কলেজ হোস্টেল। ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের পর ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। এর আগে ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ২০১০ সালে পুড়িয়ে দেয়া হয় সিলেট সরকারি কলেজের হোস্টেল। ১৯৮৮ সাল থেকেই উত্তপ্ত হতে থাকে সিলেটের শিক্ষাঙ্গনগুলো। ওই বছর ছাত্রশিবিরের হামলায় মারা যান জাসদ-ছাত্রলীগের তিন নেতা মনির, জুয়েল ও তপন। এরপর গত ২৫ বছরে ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ কিংবা প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মারা যান আরো ৫০ জন। এর মধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে ছয়জন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুজন, ছাত্রদলের হাতে পাঁচ ছাত্রলীগ কর্মী ও ছাত্রলীগের হাতে খুন হন চার ছাত্রদল কর্মী। সর্বশেষ বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ গেলো আরো একজনের। অনিয়ন্ত্রিত ছাত্র রাজনীতির জের ধরে গত এক বছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়েছে চারবার। এতে দীর্ঘমেয়াদী সেশনজটে পড়ছে শিক্ষার্থীরা। সিলেটের শিক্ষাঙ্গনে রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছে অগুনিত আর পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বেশ কয়েকজনকে।
No comments