যুবলীগ নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নগরীর উত্তর রূপাতলীতে বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যুবলীগ নেতা বাবুসহ দুই আসামি। এ ঘটনায় আটক অপর আসামি বাবুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বরিশালের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ নভেম্বর সন্দেহজনকভাবে আটক করে ওই এলাকার আজিজ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদারকে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে সোমবার আটক করা হয় ২৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবু ও স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে রুবেলকে। আটক যুবলীগ নেতা বাবু এবং রুবেলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারকের সামনে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়। ১০ নভেম্বর সন্ধ্যায় সাগরদী এলাকায় মমতাজ ভিলার মমতাজ বেগমকে (৬৫) জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর সিকদার বাদী হয়ে ঘটনার দিন রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন।
No comments