তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান রাজাপাকসে
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, তিনি নজিরবিহীনভাবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী জানুয়ারিতে এ আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজাপাকসের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ইচ্ছা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের সংকল্প ব্যক্ত করে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
এর আগে তথ্যমন্ত্রী কেহেলিয়া বাম্বুক ওয়েলা জানান, জানুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনোনয়নপত্র আহ্বান করা হতে পারে এবং ৭ থেকে ৯ জানুয়ারির কোনো একদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এএফপি।
এর আগে তথ্যমন্ত্রী কেহেলিয়া বাম্বুক ওয়েলা জানান, জানুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনোনয়নপত্র আহ্বান করা হতে পারে এবং ৭ থেকে ৯ জানুয়ারির কোনো একদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এএফপি।
No comments