বিয়ের পর প্রথমবারের মতো...
অনেকেই বলেছিলেন কারিনা কাপুরের পড়তি ক্যারিয়ারে নতুন মোড় ঘোরাতে পারে ‘সিংহাম রিটার্নস’। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে ভাল সফলতাও অর্জন করে। পাশাপাশি অজয় দেবগানের অভিনয় আরও একবার প্রসংশিত হয়। তবে ছবিতে অজয়ের কারণে মাথা উচু করে দাঁড়াতেই পারেনি কারিনার চরিত্রটি। আর তাই এ অভিনেত্রীর ক্যারিয়ারে কোন কিছুই যোগ করতে পারেনি ‘সিংহাম রিটার্নস’। এমনটাই বলাবলি হচ্ছে বলিউড পাড়ায়। তবে সমালোচকদের কথায় কান দেবার মেয়ে নন জেদি কারিনা। চলতি বছরই আরও একটি বড় সুযোগ ধরা দিয়েছে তার হাতে। কবির খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন কারিনা। এর আগে সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটি ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছিলো। তারপর থেকেই এ জুটিকে নিয়ে অনেকে বড় বড় পরিচালক ছবি তৈরির পরিকল্পনা করলেও দুই তারকার শিডিউল জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। এরই মধ্যে এই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে কারিনাকে ব্যাপক খোলামেলা রূপে দেখা যাবে। পাশাপাশি তিনি বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন সালমানের সঙ্গে। জানা গেছে বিয়ের পর প্রথমবারের মতো বিকিনি পড়েও এই ছবিতে ক্যামেরাবন্দি হবেন কারিনা। সব মিলিয়ে ছবিটির মাধ্যমে সাম্প্রতিক সময়ে দারুণভাবে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এদিকে কারিনা কাপুর ক’দিন আগেই নিজের জন্মদিন পালন করেছেন স্বামী সাইফ আলী খানসহ তার শশুরবাড়ির সদস্যদের সঙ্গে। জন্মদিনেও তিনি মিডিয়ার কাছে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি নিয়ে নিজের উচ্চ প্রত্যাশার কথা ব্যাক্ত করেন। এ ছবির জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছেন তিনি। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ছবিটির কাহিনী অনেক চমৎকার। এখানে দীর্ঘদিন পর দর্শক আমাকে আবেদনময়ী তরুণীর ভূমিকায় দেখতে পাবেন। আর সঙ্গে সাল্লুতো রয়েছেই। সব মিলিয়ে ‘বাজরাঙ্গি ভাইজান’ আগামী ঈদে ধূম মাচাবে বলেই আমার বিশ্বাস।
No comments