কে এই কথিত ঈশ্বরমানব?
ভক্তদের কাছে পরিচিত ‘সৎগুরু’ নামে। নিজেকে পরিচয় দেন ‘ঈশ্বরমানব’। তিনি ভারতের বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু রামপাল দাস। ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পুলিশ অনেক নাটকীয়তা চড়াই-উৎরাই পেরিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করেছে। এ সময় আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে ৬ ভক্তের লাশ। কিন্তু কে এ কথিত ঈশ্বরমানব বা ধর্মগুরু রামপাল দাস? ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর ভারতের হরিয়ানার সোনেপত জেলার ধানানা গ্রামে কৃষক পরিবারে জন্ম রামপালের। হরিয়ানা সরকারের সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু। চাকরিতে থাকার সময়ই স্বামী রামদেবানন্দ নামে এক সাধুর সংস্পর্শে আসেন। তার প্রভাবেই আধ্যাত্মিকতায় মন দেন। ১৯৯৫ সালে নিজেকে ‘কবীরের অবতার’ বলে প্রচার শুরু করেন। বর্তমানে তিনিশ’ কোটি রুপির মালিক এ ধর্মগুরু। ‘সৎগুরু রামপাল জি মহারাজা’ নামে ১২ একর জায়গা নিয়ে আশ্রম, তার মূল্য ১০০ কোটি রুপির কাছাকাছি। ৬৩ বছর বয়সী রামপালের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য রামপালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। তার ভাষণ দেয়ার জন্য যে লেকচার হল রয়েছে তা এলইডি স্ক্রিনসমৃদ্ধ। ফেসবুকে তার পেজ রয়েছে, ইউটিউবে রয়েছে তার নিজস্ব চ্যানেল। রামপালের অনুসারীর সংখ্যা ২৫ লাখ বলে ধারণা করা হয়। খুনের দায়ে ১৮ মাস জেলও খেটেছেন এ রামপাল।
গত চার বছরে আদালতে হাজির হওয়ার জন্য তার বিরুদ্ধে ৪৩ বার সমন জারি করা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি তা উপেক্ষা করেছেন। ২০০৬ সালে একটি খুনের মামলায় তাকে গ্রেফতার করা। আদালতের নির্দেশে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আপাতত তাকে হাজতে থাকতে হচ্ছে। এনডিটিভি, বিবিসি।
গত চার বছরে আদালতে হাজির হওয়ার জন্য তার বিরুদ্ধে ৪৩ বার সমন জারি করা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি তা উপেক্ষা করেছেন। ২০০৬ সালে একটি খুনের মামলায় তাকে গ্রেফতার করা। আদালতের নির্দেশে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আপাতত তাকে হাজতে থাকতে হচ্ছে। এনডিটিভি, বিবিসি।
No comments