ছবির ধাঁধা
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ১৯৬১ সালের ৬ মে জন্ম এই তারকার। অভিনেতা নয়, হতে চেয়েছিলেন একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। ১৯৭৮ সালে প্রথমবারের মতো অভিনয় করেন একটি টিভি সিরিজে। তবে ১৯৯৪ সালে ই আর নাটকে অভিনয় করে হয়ে ওঠেন জনপ্রিয়।
সোডারবার্গ পরিচালিত ওশানস্ ইলেভেন চলচ্চিত্রে অভিনয়ের পর আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। ২০০৫ সালে সিরিয়ানা ছবিতে অভিনয় করে অস্কার পুরস্কার পান।
ক্যামেরার পেছনের কাজগুলো করতেও সমান দক্ষ। সফল পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও কুড়িয়েছেন নাম। তাঁর পরিচালিত প্রথম ছবি কনফেশন অব এ ডেঞ্জারাস মাইন্ড মুক্তি পায় ২০০২ সালে।
বিয়ে করতে ভীষণ আপত্তি এই অভিনেতার।
অবসরে করেন সমাজসেবামূলক কাজ। দারফুর সংকট এবং হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
সুদান-সংকট সমাধানে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার হয়ে আবারও আলোচনায়।
ছবির ধাঁধার উত্তর: জর্জ ক্লুনি
ক্যামেরার পেছনের কাজগুলো করতেও সমান দক্ষ। সফল পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও কুড়িয়েছেন নাম। তাঁর পরিচালিত প্রথম ছবি কনফেশন অব এ ডেঞ্জারাস মাইন্ড মুক্তি পায় ২০০২ সালে।
বিয়ে করতে ভীষণ আপত্তি এই অভিনেতার।
অবসরে করেন সমাজসেবামূলক কাজ। দারফুর সংকট এবং হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
সুদান-সংকট সমাধানে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার হয়ে আবারও আলোচনায়।
ছবির ধাঁধার উত্তর: জর্জ ক্লুনি
No comments