অনন্য দলিল
মুক্তিযুদ্ধ বাঙালির সবচেয়ে তাৎপর্যময় অধ্যায়। স্বাধীনতা লাভের ৪০ বছর পার হওয়ার পরও মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। নির্মোহ দৃষ্টিতে সেই দিনগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। লেখা হচ্ছে বই, তাতে যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য। এই গবেষণা আরও বেগবান হতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্ছবিগুলোর সংস্পর্শ পেলে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। জহির রায়হান নির্মিত স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রটি মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল। ছবিটি টেলিভিশনের কল্যাণে অনেকেই দেখেছেন। এ ছাড়া আলমগীর কবিরের লিবারেশন ফাইটার, বাবুল চৌধুরীর ইনোসেন্ট মিলিয়ন, জহির রায়হানের স্টেট ইজ বর্ন তৈরি করা হয়েছিল বাংলাদেশ সরকারের প্রযোজনায়। তেমনি বিদেশি চলচ্চিত্রকারেরাও মুক্তিযুদ্ধকে সেলুলয়েড-বন্দী করেছিলেন। বিশেষ করে ভারতীয় ফিল্মস ডিভিশন নামের একটি প্রতিষ্ঠান সাপ্তাহিক নিউজ বুলেটিনের মতো চলচ্চিত্র ফরম্যাটে অনেক নিউজ রিল নির্মাণ করেছিল। এর বাইরেও ছিল আরও অনেক প্রামাণ্যচিত্র, যার বেশির ভাগই থেকে গেছে অজানা। জয় বাংলা, খালেদ মোশাররফ’স ওয়ার, কান্ট্রি মেড ফর ডিজাস্টার, রাহমান: ফাদার অব দ্য নেশন-এর মতো ছবি হয়তো থেকে গেছে অগোচরে। এবারের ছুটির দিনে সেই সব ছবি কীভাবে সংগৃহীত হলো, তা নিয়ে থাকছে একটি ফিচার। সেগুলো থেকে বাছাই করা তিনটি ছবি নিয়ে থাকল আলোচনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রামাণ্যচিত্রগুলো তথ্যের আকর। আমাদের মুক্তিযুদ্ধের সময় মানবিক বিপর্যয়ের পাশাপাশি যে বীরত্বগাথা রচিত হয়েছিল, তা অনুভব করা যাবে এই চলচ্চিত্রগুলো থেকে। ছুটির দিনের মূল রচনা এই প্রামাণ্যচিত্রগুলো নিয়েই।
No comments