কা র্য কা র ণ-কুচকাওয়াজে বাঁ পা আগে ফেলি কেন? by আব্দুল কাইয়ুম
মুক্তিযুদ্ধের সময় লক্ষ করেছি, প্রথমে বাঁ পা ফেলে কুচকাওয়াজ শুরু করি। বাম-ডান-বাম, সারা বিশ্বেই সেনারা এই নিয়ম মেনে চলে। এর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও অনুমান করা হয়, বিশেষ একটি সুবিধার জন্য সবাই বাঁ পা আগে ফেলে। সুদূর অতীতে যখন প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী ডান হাতে তলোয়ার আর বাঁ হাতে ঢাল নিয়ে শত্রুর সঙ্গে মুখোমুখি যুদ্ধ
করত, তখন থেকেই এর চল। সারি বেঁধে কুচকাওয়াজ করে এগিয়ে গেলে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে কিছু সুবিধা পাওয়া যায়। এ সময় বাঁ পায়ে এগিয়ে গেলে ডান হাতে তলোয়ার বা সড়কি ব্যবহারে বেশি সুবিধা পাওয়া যায়। ডান হাতে তলোয়ার চালানোর সময় শরীরের ভারসাম্য রক্ষা করা সহজ হয়। আর বাঁ হাতের ঢাল দিয়ে রক্ষা করা যায় বাঁ পা ও শরীরের বাঁ পাশ। সেই সময় থেকে সেনাদের কুচকাওয়াজের সময় বাঁ পা আগে ফেলার রীতি অনুসরণ করা হয়।
সংশোধনী: ১৭ মার্চ ২০১২ সংখ্যায় নটিক্যাল মাইলের সংজ্ঞায় ভুলবশত লেখা হয় বিষুব রেখার দৈর্ঘ্যকে শুধু ৩৬০ দিয়ে ভাগ করতে হবে। আসলে এরপর আবার ৬০ দিয়ে ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যাবে, সেটাই এক নটিক্যাল মাইল। দুঃখিত।
সংশোধনী: ১৭ মার্চ ২০১২ সংখ্যায় নটিক্যাল মাইলের সংজ্ঞায় ভুলবশত লেখা হয় বিষুব রেখার দৈর্ঘ্যকে শুধু ৩৬০ দিয়ে ভাগ করতে হবে। আসলে এরপর আবার ৬০ দিয়ে ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যাবে, সেটাই এক নটিক্যাল মাইল। দুঃখিত।
No comments