মুঠোফোনে আসছে মাইলসের জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণ

প্রায় পাঁচ বছর পর গত ঈদে গ্রামীণফোন ও রেডিও ফুর্তিতে একযোগে প্রকাশ হয় মাইলসের নতুন অ্যালবাম 'প্রতিচ্ছবি'র পাঁচটি গান। নতুন অ্যালবামের পাশাপাশি তারা নিজেদের জনপ্রিয় গানগুলোর নতুন সংস্করণ তৈরি করছে। এর মধ্যে আছে ১৯৮৬ সালে প্রকাশিত মাইলসের ইংরেজি গানের অ্যালবাম 'স্টেপ ফারদার'-এর গানও। এটি সহ ১০টি পুরনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে গ্রামীণফোনে প্রকাশ হয়েছে।


মাইলসের শাফিন আহমেদ জানান, "আমরা অনুভব করি, আমাদের ইংরেজি গানের ভক্ত এখনও আছে। সেই ভাবনা থেকেই নতুন একটি ইংরেজি গান করলাম। আমার কথা ও সুরে তৈরি হওয়া গানটির শিরোনাম 'সেভ দ্য বেস্ট অব মি'।"
জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে তৈরি প্রসঙ্গে মাইলসের হামিন আহমেদ জানান, 'আমাদের পুরনো গানগুলো আজও শ্রোতাদের আলোড়িত করে। তাই এ উদ্যোগ নিলাম। এর অংশ হিসেবে একে একে আমাদের সব জনপ্রিয় গানের নতুন সংস্করণ মুঠোফোনে ও রেডিওতে বের হবে।'
অন্যদিকে 'প্রতিচ্ছবি' অ্যালবামটিকে পাইরেসির ছোবল থেকে রক্ষার জন্য ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট [ডিআরএম] প্রযুক্তিতে প্রকাশ করবে মাইলস।

No comments

Powered by Blogger.