বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ আজ by দেলোয়ার মাসুম

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দু’দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় ১-০-তে এগিয়ে গেছে সফরকারীরা। এর আগে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলাদেশের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিমন্স, স্যামুয়েলস ও পোলার্ডের ব্যাটে চড়ে ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। মূলত এ ব্যাটসম্যান ত্রয়ীর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৯৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দিতে সক্ষম হয় তারা। এ জয় ক্যারিবীয়দের সিরিজের বাকি ওয়ানডে ম্যাচগুলোতে যে মানসিকভাবে এগিয়ে রাখবে তা হলফ করে বলা যায়।


তবে ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেলেও একেবারে খারাপ করেনি বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় সাত উইকেটে ২৫৮। সম্মানজনক স্কোর। দু’-একজন ছাড়া রান এসেছে সব ব্যাটসম্যানের ব্যাট থেকে। এর মধ্যে নাঈম (৫২) ও সাকিব (৬৭) হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ইমরুল কায়েস তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪২ রানের একটি ইনিংস খেলেছেন। তবে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলার অপারগতা লক্ষণীয়। এক্ষেত্রে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে টপঅর্ডারের দু’জন দুটি লম্বা ইনিংস খেলেছেন। তাদের এ ইনিংস দুটিই রবি রামপালদের ফাইটিং স্কোর দাঁড় করানোর ভিত গড়ে দেয়। এরমধ্যে ল্যান্ডলি সিমন্স খেলেন ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংস। মার্লন স্যামুয়েলসের ৭৭ রানের ইনিংস। এদিকে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকের মূল শক্তি ‘স্পিন ডিপার্টমেন্ট’ ছিল রীতিমত অকার্যকর। সাকিব-রাজ্জাকদের কোনো আক্রমণই তাদের কাবু করতে পারেনি। তারা জেগে উঠলে হয়তো উইন্ডিজদের ইনিংসটা আগেই থেমে যেতে পারত। বোলারদের মধ্যে একমাত্র উজ্জ্বল ছিলেন রুবেল হোসেন। ক্যারিবীয়দের চারটি উইকেটের মধ্যে এই পেসার একাই নেন তিন উইকেট। প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ‘পাওয়ার প্লে’র সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। পাওয়ার প্লেতে এসে রান তুলতে গিয়ে বেশ কয়েকটি উইকেট হারিয়েছেন মুশফিকরা। দলের ফিল্ডিং বিভাগও আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ভালো করতে পারলে প্রথম ম্যাচের ফলাফলটা বাংলাদেশের পক্ষেই আসতে পারত। প্রথম ম্যাচের ভুলগুলো ঘুচিয়ে আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এমনটিই প্রত্যাশা সবার। এদিকে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজও চাইবে সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখতে। আজকের ম্যাচে জয় পেলে ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেবে সফরকারীরা।

No comments

Powered by Blogger.