খালেদা জিয়ার কথায় কারো ধর্ম যায়-আসে না : আইন প্রতিমন্ত্রী

ইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াত জঙ্গিবাদী সংগঠনগুলোকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই স্বপ্ন কোনো দিন সফল হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত 'বিএনপি জামায়াতের রাজনীতি-সন্ত্রাসী লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।বিএনপির চেয়ারপারসন সম্প্রতি প্রধানমন্ত্রীর ধর্ম নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার কথায় কারো ধর্ম যায়ও না, আসেও না।


তাঁর এমন বক্তব্যের মধ্য দিয়ে নিজের চরিত্রই ফুটে উঠেছে।' কামরুল ইসলাম বলেন, 'খালেদা জিয়ার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাঁর ছেলেদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে স্বপ্ন তিনি (খালেদা) দেখছেন তা স্বপ্নই থেকে যাবে। তাঁর এ স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।'
জামায়াতের রাজনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে যেভাবে কাজ করছেন, তাতে আর কোনো দিন এ দেশের মাটিতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কারণ সমগ্র বিশ্ব এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের জন্য গোটা বিশ্ব তাঁর প্রশংসা করেছে।
বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরজাহান বেগম মুক্তা প্রমুখ বক্তব্য দেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, 'এটি একটি মৃত ইস্যু। এটা আর জীবিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই বিরোধী দলকে বলি, সংসদে আসুন। আলাপ-আলোচনা করি। কিভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়।' বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'আন্দোলন-নৈরাজ্যের পথ পরিহার করুন। সংসদে এসে জনগণের কথা বলুন।' যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'এ বিচার হবেই জেনে খালেদা জিয়া আবোলতাবোল বলা শুরু করেছেন। তাদের বিদেশি বন্ধুরা এখন সরে যাচ্ছে। তারা (বিদেশিরা) যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে এটা দেখতে চায়।'
আইন প্রতিমন্ত্রী আরো বলেন, 'নানা ষড়যন্ত্র চলছে, এটা হালকাভাবে দেখার সুযোগ নেই। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। কারণ খালেদা জিয়া জামায়াত ছাড়া অস্তিত্বহীন।'

No comments

Powered by Blogger.