জাতীয় লিগের শিরোপা ঢাকার
লড়াইটা ছিল বরিশালের শিরোপা ধরে রাখার, আর ঢাকার শিরোপা পুনরুদ্ধারের। এ লড়াইয়ে সফল হয়েছে ঢাকা। আজ রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বরিশালকে তিন উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করেছে ঢাকা।
টস জিতে প্রথমে ব্যাট করা বরিশালের শুরুটা ভালো হয়নি। মাত্র ৫৭ রানে চলে গিয়েছেল তিন উইকেট। তবে শাহিন হোসেনের ৪০, আসিফ আহমেদের ৪৮ ও আরিফুল হকের ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত নয় উইকেটে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২২১। ঢাকার হয়ে শাহাদাত হোসেন চারটি ও মোহাম্মদ আশরাফুল দুটি উইকেট লাভ করেন।
২২২ রানের লক্ষ্যে খেলতে নামা ঢাকা ইলিয়াস সানির ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। শিরোপা পুনরুদ্ধার করা ইনিংসের পথে সানি অপরাজিত থাকেন ৮৭ রানে। মাহমুদউল্লাহ করেন ৫৩ রান। ম্যাচ-সেরা নির্বাচিত হন সানি।
টস জিতে প্রথমে ব্যাট করা বরিশালের শুরুটা ভালো হয়নি। মাত্র ৫৭ রানে চলে গিয়েছেল তিন উইকেট। তবে শাহিন হোসেনের ৪০, আসিফ আহমেদের ৪৮ ও আরিফুল হকের ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত নয় উইকেটে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২২১। ঢাকার হয়ে শাহাদাত হোসেন চারটি ও মোহাম্মদ আশরাফুল দুটি উইকেট লাভ করেন।
২২২ রানের লক্ষ্যে খেলতে নামা ঢাকা ইলিয়াস সানির ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। শিরোপা পুনরুদ্ধার করা ইনিংসের পথে সানি অপরাজিত থাকেন ৮৭ রানে। মাহমুদউল্লাহ করেন ৫৩ রান। ম্যাচ-সেরা নির্বাচিত হন সানি।
No comments