মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৬
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০৬ জনে পৌঁছেছে। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ঘরবাড়ি হারিয়েছে প্রায় তিন লাখ ৮০ হাজার মানুষ।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, মাউন্ট মেরাপির পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো উদ্ধার করেন। গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপির জ্বালামুখ থেকে লাভা ও ছাই উদিগরণ শুরু হয়। মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, মাউন্ট মেরাপির পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো উদ্ধার করেন। গত ২৬ অক্টোবর থেকে মাউন্ট মেরাপির জ্বালামুখ থেকে লাভা ও ছাই উদিগরণ শুরু হয়। মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি।
No comments