ভুল থেকে শিখতে চায় বিসিবি
মাঠে ঢুকলেন এশিয়ান গেমসগামী বাংলাদেশ ক্রিকেট দলের দলনেতা হিসেবে। এশিয়ান গেমস নিয়েই কথা বলার কথা তাঁর। কিন্তু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে সাংবাদিকদের জটলায় পড়ে কথা বলতে হলো বিশ্বকাপের ‘কাউন্টডাউন’ অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে।
জালাল ইউনুস একবাক্যে সব কথার উত্তর দিতে চাইলেন, ‘আসলে খোলা জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল। ফলে ব্যবস্থাপনা যতটা গোছালো হওয়া উচিত ছিল, তা হয়তো হয়নি। আমরা মানছি, কিছু ভুলত্রুটি হয়েছে। তবে এই ভুল থেকে আমরা শিক্ষা নেব।’
শুধু ভুল থেকে শিখবেন তা নয়, জালাল ইউনুস বলছেন, ভুলগুলো সংশোধন করে ফেলার উদ্যোগও নেওয়া হয়েছে। কাউন্টডাউন ঘড়িগুলো ঠিক করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু সমস্যা তো শুধু ঘড়িতে নয়। অনুষ্ঠান পরিচালনায় সমস্যা ছিল, সমস্যা ছিল সাবেক-বর্তমান ক্রিকেটারদের আপ্যায়নে। এসবের কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না এই বিসিবি কর্মকর্তা।
আনুষ্ঠানিকভাবে বললেন, ‘এসব বিষয় কীভাবে ঘটল আমরা সেটা ভেবে দেখছি। বোর্ড প্রেসিডেন্ট এখন দেশের বাইরে। তিনি ফিরলে আমরা সবাই মিলে বসব। দেখব, কীভাবে এসব হলো। মূলত এই ত্রুটিগুলো যাতে আর না হয় সেটাই নিশ্চিত করতে চাই আমরা।’
সৌরভ গাঙ্গুলীর কেতাদুরস্ত পোশাকের পাশে আটপৌরে পোশাকের মাশরাফির মঞ্চে ওঠা নিয়েও কথা হয়েছে। জালাল ইউনুস বললেন, কোনোভাবেই এ জন্য মাশরাফিকে দায় দেওয়া যাবে না, ‘ক্রিকেটাররা কী পোশাক পরে যাবে, সেটা আমাদেরই বলে দেওয়ার কথা। আমাদের তরফ থেকেই ওদের ক্যাজুয়াল পোশাকে যেতে বলা হয়েছিল। ও যে মঞ্চে উঠবে, সেটাও সম্ভবত ওকে আগে বলা হয়নি।’
জালাল ইউনুস একবাক্যে সব কথার উত্তর দিতে চাইলেন, ‘আসলে খোলা জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল। ফলে ব্যবস্থাপনা যতটা গোছালো হওয়া উচিত ছিল, তা হয়তো হয়নি। আমরা মানছি, কিছু ভুলত্রুটি হয়েছে। তবে এই ভুল থেকে আমরা শিক্ষা নেব।’
শুধু ভুল থেকে শিখবেন তা নয়, জালাল ইউনুস বলছেন, ভুলগুলো সংশোধন করে ফেলার উদ্যোগও নেওয়া হয়েছে। কাউন্টডাউন ঘড়িগুলো ঠিক করে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু সমস্যা তো শুধু ঘড়িতে নয়। অনুষ্ঠান পরিচালনায় সমস্যা ছিল, সমস্যা ছিল সাবেক-বর্তমান ক্রিকেটারদের আপ্যায়নে। এসবের কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না এই বিসিবি কর্মকর্তা।
আনুষ্ঠানিকভাবে বললেন, ‘এসব বিষয় কীভাবে ঘটল আমরা সেটা ভেবে দেখছি। বোর্ড প্রেসিডেন্ট এখন দেশের বাইরে। তিনি ফিরলে আমরা সবাই মিলে বসব। দেখব, কীভাবে এসব হলো। মূলত এই ত্রুটিগুলো যাতে আর না হয় সেটাই নিশ্চিত করতে চাই আমরা।’
সৌরভ গাঙ্গুলীর কেতাদুরস্ত পোশাকের পাশে আটপৌরে পোশাকের মাশরাফির মঞ্চে ওঠা নিয়েও কথা হয়েছে। জালাল ইউনুস বললেন, কোনোভাবেই এ জন্য মাশরাফিকে দায় দেওয়া যাবে না, ‘ক্রিকেটাররা কী পোশাক পরে যাবে, সেটা আমাদেরই বলে দেওয়ার কথা। আমাদের তরফ থেকেই ওদের ক্যাজুয়াল পোশাকে যেতে বলা হয়েছিল। ও যে মঞ্চে উঠবে, সেটাও সম্ভবত ওকে আগে বলা হয়নি।’
No comments