অযোধ্যা পাহাড় এলাকায় যৌথ বাহিনী-মাওবাদী সংঘর্ষ, নিহত ২
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝাড়খন্ড সীমান্তের অযোধ্যা পাহাড় অঞ্চলে গতকাল শুক্রবার তল্লাশি অভিযানের সময় যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক গুলি পাল্টা গুলির ঘটনা ঘটেছে। যৌথ বাহিনীর সূত্রে বলা হয়, এ ঘটনায় অন্তত দুজন মাওবাদী নিহত ও বহু আহত হয়েছে।
পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) জুলফিকার হাসান জানান, গতকাল সকালে সংঘর্ষের পর বামনি গ্রাম থেকে দুজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, অপহূত শিক্ষক সৌম্যজিৎ বসু এবং গোয়েন্দা পরিদর্শক (ইন্সপেক্টর) পার্থজিৎ বসুর খোঁজে গতকাল পাহাড় অঞ্চলের মুরগুমা ও বামনি গ্রামে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) জুলফিকার হাসান জানান, গতকাল সকালে সংঘর্ষের পর বামনি গ্রাম থেকে দুজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, অপহূত শিক্ষক সৌম্যজিৎ বসু এবং গোয়েন্দা পরিদর্শক (ইন্সপেক্টর) পার্থজিৎ বসুর খোঁজে গতকাল পাহাড় অঞ্চলের মুরগুমা ও বামনি গ্রামে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
No comments