ওয়ালকটকে নিয়ে ওয়েঙ্গারের বাজি
থিও ওয়ালকটকে বিশ্বকাপ দলে না নিয়ে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো কি ভুল করেছিলেন? আর্সেন ওয়েঙ্গার মনে করেন সেরকমই। আর্সেনাল কোচ বলেছেন, এই ক্লাব মৌসুমে আর্সেনালের হয়ে দুর্দান্ত খেলে ওয়ালকট সেটা প্রমাণও করে দেবেন।
প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুতেই নিজের সামর্থ্য প্রমাণ করতে শুরু করেছেন তরুণ ওয়ালকট। গত শনিবার বার্নেটের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। ওয়ালকট গোল করেননি, কিন্তু যেভাবে খেলেছেন তাতে ওয়েঙ্গার মুগ্ধ।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েঙ্গার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়া ইংল্যান্ডের কোচ ক্যাপেলোকে খোঁচাটা দিয়েছেন এর পরই, ‘অনুশীলনে সে খুবই নিবেদিত। কোনো সমস্যা হলে কিংবা নিজের যথার্থ মূল্যায়ন না হলে সে সব সময়ই নিজেকে প্রমাণ করে দেখায়।
প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুতেই নিজের সামর্থ্য প্রমাণ করতে শুরু করেছেন তরুণ ওয়ালকট। গত শনিবার বার্নেটের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। ওয়ালকট গোল করেননি, কিন্তু যেভাবে খেলেছেন তাতে ওয়েঙ্গার মুগ্ধ।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েঙ্গার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়া ইংল্যান্ডের কোচ ক্যাপেলোকে খোঁচাটা দিয়েছেন এর পরই, ‘অনুশীলনে সে খুবই নিবেদিত। কোনো সমস্যা হলে কিংবা নিজের যথার্থ মূল্যায়ন না হলে সে সব সময়ই নিজেকে প্রমাণ করে দেখায়।
No comments