জয় দিয়ে শুরু স্কলারির
প্রায় ১০ বছর পর পালমেইরাসে ফেরাটা ভালোই হয়েছে লুই ফেলিপ স্কলারির। এই ক্লাবে নিজের দ্বিতীয় দফা শুরু করলেন জয় দিয়ে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্টোসকে ২-১ গোলে হারিয়েছে স্কলারির পালমেইরাস।
১৯৯৭ থেকে ২০০০, এই তিন বছর পালমেইরাসে ছিলেন স্কলারি। জিতেছেন চারটি শিরোপা। এর মধ্যে আছে ১৯৯৮ সালের ব্রাজিলিয়ান কাপ আর ’৯৯-এর লিবার্তোদোরেস কাপ। পালমেইরাসের পর ক্রুজেইরোর দায়িত্বও নিয়েছিলেন। সেখানে এক বছর কাটানোর পর ২০০১-০২ কোচিং দিয়েছেন ব্রাজিলকে। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিয়ে পাড়ি জমান পর্তুগালে। সেখানে ৮ বছর পার করে আবার দেশে ফিরলেন পালমেইরাসের কোচ হয়ে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ জিতলেও এখনো অনেক কাজ করতে হবে স্কলারিকে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তাঁর দল পালমেইরাস আছে তৃতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সান্টোস আর ফ্ল্যামেঙ্গোও। ১৮ পয়েন্ট নিয়ে করিন্থিয়ানস আর সিয়ারা যৌথভাবে শীর্ষে। ফ্লুমিনেসের অবস্থান দ্বিতীয় (১৬ পয়েন্ট)।
১৯৯৭ থেকে ২০০০, এই তিন বছর পালমেইরাসে ছিলেন স্কলারি। জিতেছেন চারটি শিরোপা। এর মধ্যে আছে ১৯৯৮ সালের ব্রাজিলিয়ান কাপ আর ’৯৯-এর লিবার্তোদোরেস কাপ। পালমেইরাসের পর ক্রুজেইরোর দায়িত্বও নিয়েছিলেন। সেখানে এক বছর কাটানোর পর ২০০১-০২ কোচিং দিয়েছেন ব্রাজিলকে। ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিয়ে পাড়ি জমান পর্তুগালে। সেখানে ৮ বছর পার করে আবার দেশে ফিরলেন পালমেইরাসের কোচ হয়ে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ জিতলেও এখনো অনেক কাজ করতে হবে স্কলারিকে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তাঁর দল পালমেইরাস আছে তৃতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সান্টোস আর ফ্ল্যামেঙ্গোও। ১৮ পয়েন্ট নিয়ে করিন্থিয়ানস আর সিয়ারা যৌথভাবে শীর্ষে। ফ্লুমিনেসের অবস্থান দ্বিতীয় (১৬ পয়েন্ট)।
No comments