সোনিয়াকে বিহার আদালতের সমন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন বিহারের একটি আদালত। আগামী ২৯ জুলাই সোনিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার আদালত এ নির্দেশ দেন।
২০০৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে পোস্টার বিলি হয়েছিল। ওই পোস্টারে দেবী দুর্গার মুখমণ্ডলের স্থানে সোনিয়ার মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে বিহারের মুজাফফরপুরের জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা। তার অভিযোগ, ওই ছবির ব্যাপারে সোনিয়া গান্ধী এবং উত্তর প্রদেশের কংগ্রেসের সভানেত্রী রীতা বহুগুনার পরোক্ষ সম্মতি ছিল।
২০০৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে পোস্টার বিলি হয়েছিল। ওই পোস্টারে দেবী দুর্গার মুখমণ্ডলের স্থানে সোনিয়ার মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে বিহারের মুজাফফরপুরের জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা। তার অভিযোগ, ওই ছবির ব্যাপারে সোনিয়া গান্ধী এবং উত্তর প্রদেশের কংগ্রেসের সভানেত্রী রীতা বহুগুনার পরোক্ষ সম্মতি ছিল।
No comments