জো’বুলানির দাম ৭৪ হাজার ডলার
‘সুপার মার্কেট বল’, ‘বাজে বল’—পুরো বিশ্বকাপে কত সমালোচনাই না হয়েছে ২০১০ বিশ্বকাপের বল জাবুলানির। সমালোচনা করেছেন খেলোয়াড়েরা। এত সমালোচিত হওয়া একটি বলেরই কিনা দাম উঠেছে ৭৪ হাজার ডলার!
অ্যাডিডাসের তৈরি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জাবুলানি বলটি ফাইনালে নাম বদলে হয়েছে জো’বুলানি। ফাইনালের এই জো’বুলানি বলটিরই এত দাম! আসলে নাম বদলের কারণে নয়, ২০১০ বিশ্বকাপ ফাইনালের বলটির এত দাম উঠেছে অন্য কারণে।
নেলসন ম্যান্ডেলার এইচআইভি/ এইডসবিরোধী অভিযানে সাহায্য করতে নিলামে তোলা হয়েছিল বলটি। ইন্টারনেটে তোলা নিলামের অর্থ জমা পড়বে ম্যান্ডেলার এইচআইভি/এইডসবিরোধী অভিযান ৪৬৬৬৪-তে। এ নম্বরটি রোবেন দ্বীপে ম্যান্ডেলার কারা নম্বর ছিল।
বিশ্বকাপ ফাইনালের বল, তার ওপর সেটি বিক্রির এমন মহৎ উদ্দেশ্য—জো’বুলানির দাম তো অত বেশি হবেই।
অ্যাডিডাসের তৈরি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জাবুলানি বলটি ফাইনালে নাম বদলে হয়েছে জো’বুলানি। ফাইনালের এই জো’বুলানি বলটিরই এত দাম! আসলে নাম বদলের কারণে নয়, ২০১০ বিশ্বকাপ ফাইনালের বলটির এত দাম উঠেছে অন্য কারণে।
নেলসন ম্যান্ডেলার এইচআইভি/ এইডসবিরোধী অভিযানে সাহায্য করতে নিলামে তোলা হয়েছিল বলটি। ইন্টারনেটে তোলা নিলামের অর্থ জমা পড়বে ম্যান্ডেলার এইচআইভি/এইডসবিরোধী অভিযান ৪৬৬৬৪-তে। এ নম্বরটি রোবেন দ্বীপে ম্যান্ডেলার কারা নম্বর ছিল।
বিশ্বকাপ ফাইনালের বল, তার ওপর সেটি বিক্রির এমন মহৎ উদ্দেশ্য—জো’বুলানির দাম তো অত বেশি হবেই।
No comments