‘ক্যাপেলো সূচক’ এবং...
জার্মেইন ডিফো ৬২.৪৭, ওয়েইন রুনি ৫৮.৮৭, জো কোল ৫৫.৪৫...। কী এসব? জার্মানির কাছে ১-৪ গোলে হেরে যাওয়া ম্যাচে ১০০-এর মধ্যে ইংল্যান্ডের খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন। গত শনিবার একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এটি। ‘ক্যাপেলো সূচক’ শিরোনামের নিচে খেলোয়াড় ধরে ধরে করা হয়েছে এই মূল্যায়ন। দাবি করা হয়েছে, ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোই দিয়েছেন এই নম্বর।
অথচ ক্যাপেলো বলছেন, ওয়েবসাইটে প্রকাশিত এই ‘ক্যাপেলো সূচক’ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তীব্র প্রতিবাদ জানিয়ে ইন্টারনেট থেকে এটি সরিয়ে ফেলারও দাবি জানিয়েছেন ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। ‘এমন কোনো কিছুতে আমি অনুমোদন দিইনি এবং বিষয়টি খুব বিরক্তিকর’—বলেছেন ক্যাপেলো।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) এক বিবৃতিতে ক্যাপেলোর দাবিকেই সমর্থন করেছে, ‘ক্যাপেলোর অজ্ঞাতেই সূচকটি প্রকাশ করা হয়েছে এবং তাঁর প্রতিনিধি এটা সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছে।’
অথচ ক্যাপেলো বলছেন, ওয়েবসাইটে প্রকাশিত এই ‘ক্যাপেলো সূচক’ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তীব্র প্রতিবাদ জানিয়ে ইন্টারনেট থেকে এটি সরিয়ে ফেলারও দাবি জানিয়েছেন ইংল্যান্ডের ইতালিয়ান কোচ। ‘এমন কোনো কিছুতে আমি অনুমোদন দিইনি এবং বিষয়টি খুব বিরক্তিকর’—বলেছেন ক্যাপেলো।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ) এক বিবৃতিতে ক্যাপেলোর দাবিকেই সমর্থন করেছে, ‘ক্যাপেলোর অজ্ঞাতেই সূচকটি প্রকাশ করা হয়েছে এবং তাঁর প্রতিনিধি এটা সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছে।’
No comments