শতাংশের সেরা
৫০৩ রানের মধ্যে এক জুটিতেই ৩৭০। হায়দরাবাদ টেস্টে ভারতের ইনিংসের ৭৩.৫৫ শতাংশ রান এসেছে চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়ের এক জুটিতেই। তার পরও শতাংশের হারে ভারতের সেরা জুটিটি ছুঁতে পারেননি দুজন। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ২৯৩ রান করেছিল ভারত, চতুর্থ উইকেটে বিজয় হাজারে ও বিজয় মাঞ্জরেকারের জুটিতে এসেছিল ২২২। শতাংশের হারে ৭৫.৭৭%। বিশ্ব রেকর্ডটি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা জুটির। ২০০০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ২১৬ রানের ১৬৮ রানই এসেছিল ওই জুটিতে। শতাংশের হারে ৭৭.৭৮%!
No comments