ইনজি-আনোয়ারকে পাশে চান ওয়াকার
ঐক্য—পাকিস্তান দল নিয়ে কথা উঠলে সবার আগে আসে এই শব্দটিই। অনৈক্য পাকিস্তান দলের চিরন্তন রোগ! নতুন কোচ ওয়াকার ইউনুস এই রোগটাকেই সমূলে উত্পাটন করতে চান। অনৈক্য তাড়িয়ে দলে একতার সুর বাজানোর সঙ্গে আরেকটা জিনিসও করতে চান সাবেক ফাস্ট বোলার—খেলোয়াড়দের বিশ্বাস ফিরিয়ে আনা।
অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের যে দলটি একেবারে বিধ্বস্ত হয়ে এসেছে, সেই দলটিই বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে, ওয়াকার বলেছেন সেটাই। এর জন্য কী প্রয়োজন? ওয়াকারের উপলব্ধি, ‘আসলে বিশ্বাস, ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই কাজ। আমাদের প্রতিভা আছে এবং আমার বিশ্বাস যথাযথ চেষ্টা করলে আমরা আরও অনেক ভালো করতে পারি। সম্প্রতি আমাদের খেলোয়াড়েরা সামর্থ্য অনুযায়ী সাফল্য পাচ্ছে না।’
অস্ট্রেলিয়া সফরের দলে বোলিং কোচ হিসেবে ছিলেন ওয়াকার। চোখের সামনে একের পর এক পরাজয় দেখেছেন। সবকিছু দেখে তাঁর মনে হয়েছে দলে কোথাও কোনো সমস্যা অবশ্যই আছে, না হলে এমনটা হতে পারে না। পাকিস্তানের সাবেক অধিনায়ক তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় যেভাবে আমরা হেরেছি, এ থেকেই বুঝে নিতে হবে কোথাও সমস্যা অবশ্যই আছে। তবে আমার বিশ্বাস আমরা উন্নতি করতে পারব।’
ওয়াকার আরও একটা ব্যাপার অনুধাবন করতে পেরেছেন। এ অবস্থা থেকে পাকিস্তানের উত্তরণের জন্য সবাই মিলে কাজ করতে হবে। দলকে সাহায্য করতে সাবেক খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বোলিং-ফিল্ডিংটা মোটামুটি ভালোই হচ্ছে। আপাতত পাকিস্তানের বড় সমস্যা ব্যাটিং। এ জায়গাটায় উন্নতি করতে সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইনজামাম-উল হকের সাহায্য চান ওয়াকার। সাঈদ আনোয়ারকেও পাশে চান নতুন দায়িত্ব পাওয়া পাকিস্তান কোচ।
অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানের যে দলটি একেবারে বিধ্বস্ত হয়ে এসেছে, সেই দলটিই বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে, ওয়াকার বলেছেন সেটাই। এর জন্য কী প্রয়োজন? ওয়াকারের উপলব্ধি, ‘আসলে বিশ্বাস, ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই কাজ। আমাদের প্রতিভা আছে এবং আমার বিশ্বাস যথাযথ চেষ্টা করলে আমরা আরও অনেক ভালো করতে পারি। সম্প্রতি আমাদের খেলোয়াড়েরা সামর্থ্য অনুযায়ী সাফল্য পাচ্ছে না।’
অস্ট্রেলিয়া সফরের দলে বোলিং কোচ হিসেবে ছিলেন ওয়াকার। চোখের সামনে একের পর এক পরাজয় দেখেছেন। সবকিছু দেখে তাঁর মনে হয়েছে দলে কোথাও কোনো সমস্যা অবশ্যই আছে, না হলে এমনটা হতে পারে না। পাকিস্তানের সাবেক অধিনায়ক তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় যেভাবে আমরা হেরেছি, এ থেকেই বুঝে নিতে হবে কোথাও সমস্যা অবশ্যই আছে। তবে আমার বিশ্বাস আমরা উন্নতি করতে পারব।’
ওয়াকার আরও একটা ব্যাপার অনুধাবন করতে পেরেছেন। এ অবস্থা থেকে পাকিস্তানের উত্তরণের জন্য সবাই মিলে কাজ করতে হবে। দলকে সাহায্য করতে সাবেক খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বোলিং-ফিল্ডিংটা মোটামুটি ভালোই হচ্ছে। আপাতত পাকিস্তানের বড় সমস্যা ব্যাটিং। এ জায়গাটায় উন্নতি করতে সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান ইনজামাম-উল হকের সাহায্য চান ওয়াকার। সাঈদ আনোয়ারকেও পাশে চান নতুন দায়িত্ব পাওয়া পাকিস্তান কোচ।
No comments