মোশাররফের সম্পদ বাজেয়াপ্তের বিরুদ্ধে স্ত্রীর আবেদন খারিজ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব জব্দ করার বিরুদ্ধে করা একটি আবেদন গতকাল শনিবার খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির একটি আদালত। মোশাররফের স্ত্রী সেহবা মোশাররফ আবেদনটি করেছিলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফের সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দের ওই আদেশ দেওয়া হয়েছিল। গতকাল রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) সেহবার আবেদনের ওপর শুনানি হয়। শুনানি করেন এটিসির বিচারক চৌধুরী হাবিবুর রহমান।
আদালতে সেহবা ও তাঁদের আইনজীবী ইলিয়াস সিদ্দিকী এ বিষয়ে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন যে সেহবার ব্যক্তিগত আয় ওই দম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। তাই আদালত বলেছেন, মোশাররফের সম্পদ বাজেয়াপ্ত করা ও পিটিশনটি খারিজ করে দেওয়ার বিষয়ে আদালতের আগের সিদ্ধান্তটিই সঠিক।
বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মামলায় হাজিরা দিতে বারবার সমন পাওয়ার পরও মোশাররফ আদালতে হাজির না হওয়ায় এটিসি ২০১১ সালের আগস্ট মাসে মোশাররফকে ফেরারি আসামি ঘোষণা করেন। এ ছাড়া তাঁর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফের সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দের ওই আদেশ দেওয়া হয়েছিল। গতকাল রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) সেহবার আবেদনের ওপর শুনানি হয়। শুনানি করেন এটিসির বিচারক চৌধুরী হাবিবুর রহমান।
আদালতে সেহবা ও তাঁদের আইনজীবী ইলিয়াস সিদ্দিকী এ বিষয়ে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন যে সেহবার ব্যক্তিগত আয় ওই দম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। তাই আদালত বলেছেন, মোশাররফের সম্পদ বাজেয়াপ্ত করা ও পিটিশনটি খারিজ করে দেওয়ার বিষয়ে আদালতের আগের সিদ্ধান্তটিই সঠিক।
বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মামলায় হাজিরা দিতে বারবার সমন পাওয়ার পরও মোশাররফ আদালতে হাজির না হওয়ায় এটিসি ২০১১ সালের আগস্ট মাসে মোশাররফকে ফেরারি আসামি ঘোষণা করেন। এ ছাড়া তাঁর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
No comments