ফ্লোরিডায় চোরা সুড়ঙ্গে ঘর ধসে একজন ‘নিখোঁজ’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চোরা সুড়ঙ্গে ঘর ধসে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁর নাম জেরেমি বুশ (৩৬)। ধারণা করা হচ্ছে, তিনি মারা গেছেন।
জেরেমির ভাই উদ্ধার কর্মকর্তাদের জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর জেরেমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। ঘরটি ক্রমান্বয়ে দেবে যাচ্ছিল। তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ভাইকে বাঁচানোর জন্য সুড়ঙ্গে লাফিয়ে পড়েন। তবে তাঁর কোনো হদিস পাননি।
ফ্লোরিডার হিলসবরো কাউন্টির প্রধান রন রজার্স জানান, ফ্লোরিডায় মাটির অভ্যন্তরে পানিনিষ্কাশনের অনেক পথ রয়েছে। অনেক সময় সেসব পথে পানির শোষণের ফলে চোরা সুড়ঙ্গের সৃষ্টি হয়। ফলে মাঝেমধ্যেই সুড়ঙ্গে মাটির উপরিভাগ ধসে পড়ার মতো ঘটনা ঘটে।
উদ্ধার কর্মকর্তারা জানান, জেরেমির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তবে তাঁরা সুড়ঙ্গে ক্যামেরা স্থাপন করেছেন এবং ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
জেরেমির ভাই উদ্ধার কর্মকর্তাদের জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর জেরেমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। ঘরটি ক্রমান্বয়ে দেবে যাচ্ছিল। তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ভাইকে বাঁচানোর জন্য সুড়ঙ্গে লাফিয়ে পড়েন। তবে তাঁর কোনো হদিস পাননি।
ফ্লোরিডার হিলসবরো কাউন্টির প্রধান রন রজার্স জানান, ফ্লোরিডায় মাটির অভ্যন্তরে পানিনিষ্কাশনের অনেক পথ রয়েছে। অনেক সময় সেসব পথে পানির শোষণের ফলে চোরা সুড়ঙ্গের সৃষ্টি হয়। ফলে মাঝেমধ্যেই সুড়ঙ্গে মাটির উপরিভাগ ধসে পড়ার মতো ঘটনা ঘটে।
উদ্ধার কর্মকর্তারা জানান, জেরেমির সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তবে তাঁরা সুড়ঙ্গে ক্যামেরা স্থাপন করেছেন এবং ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
No comments