পাকিস্তানে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছেন। এ দুজন অন্য জঙ্গিদের কাছে আত্মঘাতী জ্যাকেট ও বিস্ফোরক সরবরাহ করতেন। দেশটির সামরিক বাহিনী সূত্র গতকাল বুধবার এ কথা জানায়। এএফপি।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, গত সোমবার গভীর রাতে পেশোয়ারে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জ্যাকেট ও বিস্ফোরক সরবরাহকারী নিহত ওই জঙ্গির নাম মুহাম্মদ ইকবাল। অপরজন মুহাম্মদ তুফায়েল আলিয়াঁস। ইকবাল পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের সদস্য বলে জানা গেছে। তিনি খাইবার জেলায় সক্রিয় ছিলেন। রাজধানী ইসলামাবাদসহ দেশের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা চালানোর জন্য জঙ্গিদের কাছে বিশেষ ধরনের জ্যাকেট ও বিস্ফোরক সরবরাহ করতেন ইকবাল।
সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, গত সোমবার গভীর রাতে পেশোয়ারে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জ্যাকেট ও বিস্ফোরক সরবরাহকারী নিহত ওই জঙ্গির নাম মুহাম্মদ ইকবাল। অপরজন মুহাম্মদ তুফায়েল আলিয়াঁস। ইকবাল পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের সদস্য বলে জানা গেছে। তিনি খাইবার জেলায় সক্রিয় ছিলেন। রাজধানী ইসলামাবাদসহ দেশের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা চালানোর জন্য জঙ্গিদের কাছে বিশেষ ধরনের জ্যাকেট ও বিস্ফোরক সরবরাহ করতেন ইকবাল।
No comments