বুদ্ধদেবের বিরুদ্ধে তৃণমূলের মামলা
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বামফ্রন্টের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করেছে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জে পি মুখোপাধ্যায়ের আদালতে মামলাটি করা হয়।
গত মাসে কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সততার প্রতীক—এ কথা তিনি মানতে পারছেন না।
সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। ওই মন্তব্যের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় দলটি। অন্যথায় মানহানির মামলার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবে বুদ্ধদেব ভট্টাচার্যের আইনজীবী জানান, তিনি কোনো মানহানিকর কথা বলেননি।
এতে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের পক্ষে গতকাল বুদ্ধদেবের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।
গত মাসে কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সততার প্রতীক—এ কথা তিনি মানতে পারছেন না।
সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। ওই মন্তব্যের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় দলটি। অন্যথায় মানহানির মামলার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে আইনি নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবে বুদ্ধদেব ভট্টাচার্যের আইনজীবী জানান, তিনি কোনো মানহানিকর কথা বলেননি।
এতে ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের পক্ষে গতকাল বুদ্ধদেবের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।
No comments