সৌদি আরবে ইসলামপন্থী বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় ১৫ নারীসহ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গত শুক্রবার এ কথা জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, দেশের মধ্যাঞ্চল বুরাইদাতে অবস্থিত তদন্ত ব্যুরোর কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা এতে রাজি হয়নি। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। খবরে বলা হয়, ‘নীতিভ্রষ্ট একটি গ্রুপের’ পক্ষেই বিক্ষোভ হয়েছে। আল-কায়েদা নেটওয়ার্ককে বোঝাতেই এই শব্দগুচ্ছ ব্যবহার করে দেশটির কর্তৃপক্ষ। ইসলামপন্থী বন্দীদের মুক্তির দাবিতে রিয়াদ থেকে দক্ষিণে অবস্থিত বুরাইদাতে প্রায় নিয়মিতই ছোটখাটো জটলার মতো বিক্ষোভ হয়। যদিও অতি রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।
No comments