সারকোজির প্রস্তাব
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা প্যারিসে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গতকাল রোববার ইসরায়েলভিত্তিক হারেত্জ পত্রিকা এ কথা জানিয়েছে।
এক ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গত সপ্তাহে ইসরায়েল, ফিলিস্তিন ও সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করে ওই প্রস্তাব দিয়েছেন সারকোজি। আলোচনায় জর্ডানের বাদশাহ, মিসরের প্রেসিডেন্ট ও লেবাননের প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষ দূতেরাও ওই আলোচনায় অংশ নেবেন বলে পত্রিকাটি জানায়।
এক ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গত সপ্তাহে ইসরায়েল, ফিলিস্তিন ও সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করে ওই প্রস্তাব দিয়েছেন সারকোজি। আলোচনায় জর্ডানের বাদশাহ, মিসরের প্রেসিডেন্ট ও লেবাননের প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষ দূতেরাও ওই আলোচনায় অংশ নেবেন বলে পত্রিকাটি জানায়।
No comments