জিম্বাবুয়ে যুবদল হোয়াইটওয়াশ
টস জিতে ফিল্ডিং নিয়ে বিপদেই পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। প্রথম উইকেটের দেখা পেতেই তাদের লেগে গেল ৪৪.৪ ওভার! বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার এনামুল হক ও অমিত মজুমদার পেয়েছেন সেঞ্চুরি, উদ্বোধনী জুটিতে তুলেছেন ২৩১ রান। পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে বগুড়ায় ১২১ রানে জিতে প্রত্যাশামতোই জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ‘হোয়াইটওয়াশ’ করেছে বাংলাদেশ।
১৪৬ বলে ৯ চার ও ১ ছয়ে ১০৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল। অমিত ছিলেন আরও আক্রমণাত্মক, ১৩৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় করেছেন ১২৯। ৫০ ওভারে শুধু দুই ওপেনারের উইকেট হারিয়ে ২৭০ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে ইনিংসে কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ৪০ রান ওপেনার গ্যারি চিরিমুতার। ১৫.২ ওভার বাকি থাকতেই সফরকারীরা অলআউট ১৪৯ রানে।
মূল ঘাতক লেগ স্পিনার সাব্বির রহমান, মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শাকের আহমেদ নিয়েছেন ৩৬ রানে ২ উইকেট। জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যান হয়েছেন রানআউট।
১৪৬ বলে ৯ চার ও ১ ছয়ে ১০৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল। অমিত ছিলেন আরও আক্রমণাত্মক, ১৩৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় করেছেন ১২৯। ৫০ ওভারে শুধু দুই ওপেনারের উইকেট হারিয়ে ২৭০ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে ইনিংসে কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ৪০ রান ওপেনার গ্যারি চিরিমুতার। ১৫.২ ওভার বাকি থাকতেই সফরকারীরা অলআউট ১৪৯ রানে।
মূল ঘাতক লেগ স্পিনার সাব্বির রহমান, মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শাকের আহমেদ নিয়েছেন ৩৬ রানে ২ উইকেট। জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যান হয়েছেন রানআউট।
No comments