এত দিনে ব্র্যাডম্যান
৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান, সেঞ্চুরি ২৯টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৭ সেঞ্চুরিতে ২৮০৬৭ রান, গড় ৯৫.১৪। নিশ্চয়ই বলে দিতে হবে না কার পরিসংখ্যান এটি। হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্যার ডন ব্যাডম্যানের চেয়ে উপযুক্ত নাম আর কী হতে পারে!
অবশেষে আইসিসির হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলো স্যার ডন ব্র্যাডম্যানের নাম। পরশু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলীয় কিংবদন্তির নাতি টমের হাতে একটি স্মারক ক্যাপ তুলে দেওয়া হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে। ২০০১ সালে প্রয়াত, ক্রিকেটের অবিশ্বাস্য সব কীর্তিগাথার জন্ম দিয়ে যাওয়া ব্র্যাডম্যানের পরিবারের পক্ষ থেকে এই সম্মাননার জন্য কৃতজ্ঞতা জানান টম, ‘বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে গর্ব বোধ করতেন। এটা একটা কিংবদন্তির স্বীকৃতি, যে স্বীকৃতি পেয়ে আমরা ব্র্যাডম্যান পরিবার ভীষণ গর্বিত এবং উচ্ছ্বসিত।
অবশেষে আইসিসির হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলো স্যার ডন ব্র্যাডম্যানের নাম। পরশু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলীয় কিংবদন্তির নাতি টমের হাতে একটি স্মারক ক্যাপ তুলে দেওয়া হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে। ২০০১ সালে প্রয়াত, ক্রিকেটের অবিশ্বাস্য সব কীর্তিগাথার জন্ম দিয়ে যাওয়া ব্র্যাডম্যানের পরিবারের পক্ষ থেকে এই সম্মাননার জন্য কৃতজ্ঞতা জানান টম, ‘বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে গর্ব বোধ করতেন। এটা একটা কিংবদন্তির স্বীকৃতি, যে স্বীকৃতি পেয়ে আমরা ব্র্যাডম্যান পরিবার ভীষণ গর্বিত এবং উচ্ছ্বসিত।
No comments