রোনালদোকে ‘জোর করে’ খেলানোয় ক্ষুব্ধ রিয়াল
ডান অ্যাঙ্কেলে চোটের জন্য স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচটিতে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচেই মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পায় রিয়াল। সেই রোনালদোকেই দেখা গেল পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামতে। চোটটা আরও গুরুতর হওয়ায় ২৭ মিনিটেই অবশ্য মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এখন জানা যাচ্ছে, প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
এতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ‘মাদ্রিদ হতাশ। তারা মনে করে, পর্তুগালের উচিত হয়নি রোনালদোকে জোর করে মাঠে নামানো।’ রিয়ালের একটি সূত্র পত্রিকাটিকে বলেছে, তাঁকে খেলানোটা ছিল অপরিণামদর্শী। হয়তো পর্তুগালের কোনো উপায় ছিল না, কিন্তু তার পরও এটা অপরিণামদর্শী একটা কাজ হয়েছে। রিয়ালের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। আগামী ২১ অক্টোবর ও ৩ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে কঠিন দুটি ম্যাচে রোনালদোকে পাচ্ছে না তারা।
এতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ‘মাদ্রিদ হতাশ। তারা মনে করে, পর্তুগালের উচিত হয়নি রোনালদোকে জোর করে মাঠে নামানো।’ রিয়ালের একটি সূত্র পত্রিকাটিকে বলেছে, তাঁকে খেলানোটা ছিল অপরিণামদর্শী। হয়তো পর্তুগালের কোনো উপায় ছিল না, কিন্তু তার পরও এটা অপরিণামদর্শী একটা কাজ হয়েছে। রিয়ালের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। আগামী ২১ অক্টোবর ও ৩ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের সঙ্গে কঠিন দুটি ম্যাচে রোনালদোকে পাচ্ছে না তারা।
No comments