সর্বকালের সেরা নিউজিল্যান্ড টেস্ট দলে বন্ড-ভেট্টোরি
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এই দলে জায়গা হয়েছে বর্তমান দলের দুজনের—অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও শেন বন্ড। ক্রিকইনফোর জুরি বোর্ডে ছিলেন ক্রিকেট নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট ডন নিলি, নিউজিল্যান্ডের নির্বাচক কমিটির সাবেক প্রধান রস ডাইকস, নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার সাংবাদিক ডেভিড লেগাট, সাবেক ক্রিকেটার জন মরিসন ও জোনাথন মিলমোউসহ মোট ১০ জন।
সর্বকালের সেরা নিউজিল্যান্ড একাদশ: গ্লেন টার্নার, স্টিউয়ি ডেম্পস্টার, বার্ট সাটক্লিফ, মার্টিন ক্রো, মার্টিন ডোনেলি, জন রিড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, ইয়ান স্মিথ, শেন বন্ড, জ্যাক কাউয়ি। দ্বাদশ ব্যক্তি—ক্রিস কেয়ার্নস।
সর্বকালের সেরা নিউজিল্যান্ড একাদশ: গ্লেন টার্নার, স্টিউয়ি ডেম্পস্টার, বার্ট সাটক্লিফ, মার্টিন ক্রো, মার্টিন ডোনেলি, জন রিড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, ইয়ান স্মিথ, শেন বন্ড, জ্যাক কাউয়ি। দ্বাদশ ব্যক্তি—ক্রিস কেয়ার্নস।
No comments