নোবেল পাওয়ার মতো কিছুই করেননি ওবামা: শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ মন্তব্য করেছেন, নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য আশাবাদী চিন্তাভাবনা ছাড়া কিছুই করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা এবার শান্তিতে নোবেল বিজয়ের পর শাভেজ তাঁর প্রতিক্রিয়ায় গত রোববার বলেন, ‘খবরটা শুনে প্রথমে আমার বিশ্বাস হয়নি; মনে হেয়েছে একটা ভুল সংবাদ শুনছি। নোবেল শান্তি জয় করার মতো কী কাজ করেছেন ওবামা?’
শাভেজ বলেন, জুরি বোর্ড ওবামার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আশাবাদের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা এই রকম: একজন বেসবল খেলোয়াড় মাঠে নামার আগেই হুঙ্কার দিলেন, ৫০০ ব্যাটসম্যানকে ধরাশায়ী করে ৫০টা গেম জিতে নেবেন। ওই হুঙ্কারকে ভিত্তি করেই তাঁকে পুরস্কৃত করা হলো। তিনি বলেন, নোবেল কমিটি ভুলে গেছে, ওবামা ইরাক ও আফগানিস্তানে অগণিত সেনা সমাবেশ করছেন। কলাম্বিয়ায় নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কথাও তারা ভুলে গেছে।
শাভেজ বলেন, ‘এমন একজনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো, যিনি ওই পুরস্কারের যোগ্যতা অর্জনে কিছুই করেননি। শুধু আশাবাদ আর স্বপ্নের জন্য একজনকে এই পুরস্কারে ভূষিত করা হলো; যে স্বপ্নপূরণে এখনো পাড়ি দিতে হবে বহুদূরের পথ।’
ওবামা এবার শান্তিতে নোবেল বিজয়ের পর শাভেজ তাঁর প্রতিক্রিয়ায় গত রোববার বলেন, ‘খবরটা শুনে প্রথমে আমার বিশ্বাস হয়নি; মনে হেয়েছে একটা ভুল সংবাদ শুনছি। নোবেল শান্তি জয় করার মতো কী কাজ করেছেন ওবামা?’
শাভেজ বলেন, জুরি বোর্ড ওবামার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আশাবাদের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা এই রকম: একজন বেসবল খেলোয়াড় মাঠে নামার আগেই হুঙ্কার দিলেন, ৫০০ ব্যাটসম্যানকে ধরাশায়ী করে ৫০টা গেম জিতে নেবেন। ওই হুঙ্কারকে ভিত্তি করেই তাঁকে পুরস্কৃত করা হলো। তিনি বলেন, নোবেল কমিটি ভুলে গেছে, ওবামা ইরাক ও আফগানিস্তানে অগণিত সেনা সমাবেশ করছেন। কলাম্বিয়ায় নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কথাও তারা ভুলে গেছে।
শাভেজ বলেন, ‘এমন একজনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো, যিনি ওই পুরস্কারের যোগ্যতা অর্জনে কিছুই করেননি। শুধু আশাবাদ আর স্বপ্নের জন্য একজনকে এই পুরস্কারে ভূষিত করা হলো; যে স্বপ্নপূরণে এখনো পাড়ি দিতে হবে বহুদূরের পথ।’
No comments