এসএমই উন্নয়নে ৫৩২ কোটি টাকা ঋণ পেল সরকার
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে সাত কোটি ৬০ লাখ ডলারের (প্রায় ৫৩২ কোটি টাকা) এ ঋণচুক্তি স্বাক্ষর হয়।
সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া। এডিবির পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর নুরুল হুদা।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এডিবির বোর্ডে এ ঋণ অনুমোদন দেওয়া হয়। এ ঋণ মূলত ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলার যেসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে, সেগুলোর অর্থায়নে ব্যবহার করা হবে।
সরকারকে এ ঋণ ৩২ বছর মেয়াদে পরিশোধ করতে হবে। আট বছর ঋণের কোনো আসল পরিশোধ করতে হবে না। এ সময়ে সুদ দিতে হবে বছরে এক শতাংশ হারে। পরে দেড় শতাংশ হারে সুদসহ আসল পরিশোধ করতে হবে।
এডিবি মনে করে, এ প্রকল্প দেশের পূর্ব ও পশ্চিমের মধ্যে আয়ের বৈষম্য কমাতেও সহায়তা করবে। বাংলাদেশের বেশির ভাগ উন্নয়ন কর্মকাণ্ড দেশের দুটি প্রধান শহর ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক হওয়ায় অন্যান্য অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল ও দরিদ্র মানুষের সংখ্যাও বেশি।
এডিবি থেকে পাওয়া অর্থের বেশির ভাগই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যবহার করা হবে। ওই অর্থের ১৫ ভাগ মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে সাত কোটি ৬০ লাখ ডলারের (প্রায় ৫৩২ কোটি টাকা) এ ঋণচুক্তি স্বাক্ষর হয়।
সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া। এডিবির পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর নুরুল হুদা।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এডিবির বোর্ডে এ ঋণ অনুমোদন দেওয়া হয়। এ ঋণ মূলত ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলার যেসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে, সেগুলোর অর্থায়নে ব্যবহার করা হবে।
সরকারকে এ ঋণ ৩২ বছর মেয়াদে পরিশোধ করতে হবে। আট বছর ঋণের কোনো আসল পরিশোধ করতে হবে না। এ সময়ে সুদ দিতে হবে বছরে এক শতাংশ হারে। পরে দেড় শতাংশ হারে সুদসহ আসল পরিশোধ করতে হবে।
এডিবি মনে করে, এ প্রকল্প দেশের পূর্ব ও পশ্চিমের মধ্যে আয়ের বৈষম্য কমাতেও সহায়তা করবে। বাংলাদেশের বেশির ভাগ উন্নয়ন কর্মকাণ্ড দেশের দুটি প্রধান শহর ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক হওয়ায় অন্যান্য অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল ও দরিদ্র মানুষের সংখ্যাও বেশি।
এডিবি থেকে পাওয়া অর্থের বেশির ভাগই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যবহার করা হবে। ওই অর্থের ১৫ ভাগ মহিলা উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
No comments