ভারতে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার চীন সরকারের
ভারতের লাদাখ সীমান্তে চীনের সামরিক বাহিনী আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে—এমন অভিযোগ অস্বীকার করেছে চীনা সরকার। গতকাল সোমবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সীমানা লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। চীনা সামরিক বাহিনী কখনোই ভারতে অনুপ্রবেশ করেনি। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী আমরা।’
গত রোববার বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রচার করে যে চীনা সামরিক বাহিনী ভারতের দেড় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এবং তারা সেখানকার পাথর ও বোল্ডারে লাল রং দিয়ে চিহ্নিত করেছে। সেখানে চীনা ভাষায় ‘চীন’ শব্দটি লেখা ছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের ব্যাপারে জানতে পারে।
এ ব্যাপারে ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, (সরকারের পক্ষ থেকে) বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। কারণ সহযোগিতা বিনিময় কার্যক্রমের আওতায় তিনজন ভারতীয় জেনারেল বর্তমানে চীন সফরে রয়েছেন।
গত রোববার বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রচার করে যে চীনা সামরিক বাহিনী ভারতের দেড় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এবং তারা সেখানকার পাথর ও বোল্ডারে লাল রং দিয়ে চিহ্নিত করেছে। সেখানে চীনা ভাষায় ‘চীন’ শব্দটি লেখা ছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশের ব্যাপারে জানতে পারে।
এ ব্যাপারে ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, (সরকারের পক্ষ থেকে) বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। কারণ সহযোগিতা বিনিময় কার্যক্রমের আওতায় তিনজন ভারতীয় জেনারেল বর্তমানে চীন সফরে রয়েছেন।
No comments