রাজনীতিতে সরব হচ্ছেন বেবী নাজনীন

ক’দিন আগেই দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। ফিরেই মানবজমিনের সঙ্গে একান্ত আলাপে জানিয়েছিলেন, রাজনীতিতেও সক্রিয় রয়েছেন তিনি। দ্রুতই গানের পাশাপাশি দেশের রাজনৈতিক বিভিন্ন কর্মসূূচিতেও সরব হবেন তিনি। এমনকি সামনে নির্বাচন করারও ইঙ্গিত দেন এ সংগীত তারকা। এবার তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সারা দেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে যোগ দিতে সৈয়দপুর যাচ্ছেন সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। ৩০শে নভেম্বর সকাল ১০টার ফ্লাইটে নিজ জন্মস্থান সৈয়দপুর যাবেন তিনি। এই কর্মসূচিতে অংশ নেয়ার আগে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সৈয়দপুরের কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। বিকালে সৈয়দপুর জেলা বিএনপি’র কার্যালয়ে ছাত্র আন্দোলনে সারা দেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠেয় দোয়া মাহফিলে অংশ নেবেন। জানা গেছে, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে এদিন সন্ধ্যায় ঢাকা ফিরবেন। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন তিনি। বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কাজকর্ম। অহেতুক আটকসহ নানা হেনস্তার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত তারকা বেবী নাজনীন।
mzamin

No comments

Powered by Blogger.