মার্কিন অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিয়েছে পাকিস্তান
মার্কিন
সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে
পাকিস্তান। বলা হচ্ছে- কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে ‘আস্থার পরিবেশ’ গড়ে
তোলার জন্য এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ও পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার একটি সূত্র জানিয়েছে, মোল্লা বারাদার ছিলেন তালেবানের সাবেক প্রধান মোল্লা ওমরের ডান হাত। তিনি পাকিস্তানের কারাগারে আট বছর আটক ছিলেন। কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হওয়ার পর মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়। দুই সপ্তাহের একটু কম সময় আগে মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ‘শান্তি চুক্তি’র লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেন।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন, “মোল্লা বারাদারকে গতকাল বিকেলে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।” তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, বারাদারকে কয়েকদিন আগে মুক্তি দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার একটি সূত্র জানিয়েছে, মোল্লা বারাদার ছিলেন তালেবানের সাবেক প্রধান মোল্লা ওমরের ডান হাত। তিনি পাকিস্তানের কারাগারে আট বছর আটক ছিলেন। কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হওয়ার পর মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়। দুই সপ্তাহের একটু কম সময় আগে মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ‘শান্তি চুক্তি’র লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেন।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন, “মোল্লা বারাদারকে গতকাল বিকেলে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।” তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, বারাদারকে কয়েকদিন আগে মুক্তি দেয়া হয়।
মোল্লা বারাদারকে পুলিশ এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছে (ফাইল ফটো) |
No comments