প্রায় আড়াই হাজার বছর আগে ডুবে যাওয়া প্রাচীন গ্রীসের একটি বাণিজ্যিক জাহাজ সাগরতল থেকে খুঁজে পেয়েছেন গবেষকরা। বুলগেরিয়ার উপকূলে কৃষ্ণ সাগরের তলদেশে এটির সন্ধান পাওয়া গেছে। গবেষকদের দাবি এটিই সন্ধান পাওয়া পৃথিবীর সব থেকে প্রাচীন জাহাজ। আল জাজিরার খবরে বলা হয়, খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে কৃষ্ণসাগর যখন গ্রীক নাবিকদের সব থেকে ব্যবহৃত বাণিজ্যপথ ছিল এই জাহাজটি সে সময়কার। বৃটেন, বুলগেরিয়া, সুইডেন, যুক্তরাষ্ট্র ও গ্রীক বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে তৈরি এ অনুসন্ধানী দলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে জাহাজটিকে খুঁজে পায়। তাদের দাবি, নতুন খুঁজে পাওয়া এই বাণিজ্য জাহাজটি প্রাচীন পৃথিবীর মানুষদের জাহাজ নির্মাণ স¤পর্কে আমাদের ধারণা বদলে দেবে। |
No comments