লাশের পাহাড় গড়িয়ে রক্ত স্রোত : সিরিয়ায় মারা গেছে ৫ লক্ষাধিক
সিরিয়ান
নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) মতে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত
সিরিয়াতে ৫ লাখের উপরে মানুষ মারা গেছেন। এদের মাঝে ৪ লাখ ৭০ হাজারেরও
বেশি বেসামরিক নাগরিক। ৩০ হাজারের উপর বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। ২০ হাজারের
কিছু বেশি আসাদ ও তার মিত্রবাহিনী।
মহিলা ও শিশু মৃতের সংখ্যা প্রায় ৫০
হাজারের কাছাকাছি; শিশু মারা গেছে ২৪ হাজারের বেশি আর নারী ২৩ হাজার জন।
আহত হয়েছেন ১২ লাখের বেশি। ১ কোটি ৮০ লাখ মানুষের দেশ সিরিয়া আজ পৃথিবীর
সব থেকে বড় ‘কবরস্থান’। সিরিয়াতে প্রতি ১০ হাজার শিশুর ৮ জনের মানবিক
সহায়তা বাধ্যতামূলক। ৪ জন ঘরবাড়ি হারাচ্ছে। ভ্যাকসিন নিতে হচ্ছে ৩ জনকে।
শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ৫ জন। ৬ শিশুর পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস
করছে। ২০ জন নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। শারীরিক ও মানসিকভাবে
ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৮.৪ মিলিয়ন। যা সিরিয়ার পুরো শিশু জনসংখ্যার ৮০
শতাংশ। বাস্তুচ্যুত মানুষ ১ কোটি ১৩ লাখের বেশি। এর মধ্যে অভ্যন্তরীণ
বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের সংখ্যা ৬৫ লাখ। এসব পরিবারের মাঝে শিশু
রয়েছে ২৮ লাখ। গত ৬ বছরে সিরিয়ার কারাগারে ১২ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : ইউনিসেফ, এসএনএইচআর, হিউম্যান রাইটস ওয়াচ এর বিভিন্ন রিপোর্ট
সূত্র : ইউনিসেফ, এসএনএইচআর, হিউম্যান রাইটস ওয়াচ এর বিভিন্ন রিপোর্ট
No comments