জাফর ইকবালের পাশে প্রধানমন্ত্রী
হামলায়
আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক
ড. মুহম্মদ জাফর ইকবালকে হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে জাফর ইকবালকে দেখতে যান
তিনি। এ সময় প্রধানমন্ত্রী ড. জাফর ইকবালের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে
তার সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে
প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান ড. জাফর ইকবাল।
সাক্ষাতের সময় ড. জাফর ইকবালকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। প্রধানমন্ত্রীর
সাক্ষাতের সময় জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল
উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সিএমএইচ-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে
চিকিৎসাধীন এই লেখকের স্বাস্থ্যের অবস্থার খোঁজ-খবর নেন বলে জানান তার
প্রেস সচিব ইহসানুুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার (জাফর ইকবাল)
স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে তার চিকিৎসায় যা যা
করার সবই যথাযথভাবে করতে নির্দেশ দিয়েছেন। ইহসানুল করিম আরো জানান, প্রায়
একঘণ্টা হাসাপাতালে অবস্থান করেছেন প্রধানমন্ত্রী। এ সময় জাফর ইকবালের
পরিবারের সদস্যদের সঙ্গে ও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন
তিনি। শনিবার শাহ্জালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে হামলার
শিকার হন ড. জাফর ইকবাল। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ
হাসাপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নির্দেশে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক
হাসপাতালে আনা হয়। এদিকে ড. জাফর ইকবালের চিকিৎসার সর্বশেষ তথ্য জানিয়ে
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
ড. মুহম্মদ জাফর ইকবালের চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড
সোমবার তাঁর স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করেন। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে
স্বজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। তবে তাঁর দ্রুত আরোগ্য লাভ ও সংক্রমণ
রোধের জন্য দর্শনার্থী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই এ বিষয়ে
সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
No comments