কাতারে অভ্যুত্থান চেয়েছিল সৌদি বাহরাইন আমিরাত
১৯৯৬
সালে কাতারে সরকার উৎখাতে ষড়যন্ত্র করা হয়েছিল। দেশটির সাবেক আমীর শেখ
হামাদ বিন খলিফা আল থানি সিংহাসনে আরোহণের এক বছর পর এ ঘটনা ঘটে। ব্যর্থ ওই
অভ্যুত্থানের নাম দেয়া হয়েছিল ‘অপারেশন আবু আলী’। এর সঙ্গে যুক্ত ছিল সৌদি
আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
এর পক্ষে প্রমাণও রয়েছে। প্রামাণ্য
আকারে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা। এতে বলা হয়, ১৯৯৬ সালের
পবিত্র রমজান মাসে ওই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হামাদ বিন খলিয়াকে
ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন পুলিশ
প্রধান ও আমীরের চাচাতো ভাই শেখ হামাদ বিন জসিম বিন হামাদ আল থানি।
আলজাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, ওই সময় অভ্যুত্থান ঘটানোর জন্য একটি
কমিটি গঠন করা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন তৎকালীন সংযুক্ত আরব আমিরাতের
সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও বর্তমানে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ
মোহাম্মদ বিন জায়েদ। তার সঙ্গে ছিলেন বাহরাইনের তখনকার ক্রাউন প্রিন্স শেখ
হামাদ বিন ইসা আল খলিফা, সৌদি আরবের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী শেখ সুলতান
বিন আবদুল আজিজ, মিসরের প্রয়াত গোয়েন্দা প্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্ট
ওমর সুলায়মান। অভ্যুত্থান চেষ্টায় জড়িত ছিলেন এমন একজন বলেন, ‘শেখ হামাদ
বিন খলিফার বাসভবন ঘেরাও করে তাকে বাসভবনে জিম্মি রাখারও নির্দেশ দেয়া
হয়েছিল একদল লোককে। ১৯৯৬ সালের ১৬ ফেব্র“য়ারি ভোর ৫টায় এ অপারেশন পরিচালনার
পরিকল্পনা হয়েছিল। এর নির্দেশনা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান
আমীর শেখ খলিফা বিন জায়েদ।
No comments