গুলির ভয়ে বিদ্যালয়ে রণসজ্জা
স্কুলশিক্ষক
লিন্ডা ব্র্যাগ। শ্রেণিকক্ষের ছোট সাদা রঙের বোর্ডটিতে দিনের উক্তি
লিখলেন। বোর্ডটি যে তাঁকে প্রতিদিন শুধু লেখালেখির কাজেই সহায়তা করছে তা-ই
নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে যেভাবে আচমকা গুলিবর্ষণ, আর তাতে
প্রাণহানি ঘটছে, সে রকম আশঙ্কার ক্ষেত্রে তাঁর আত্মরক্ষার জুতসই ঢালও হয়ে
উঠতে পারে এটি। লিন্ডার শ্রেণিকক্ষের এই হোয়াইট বোর্ড বিশেষ পলিথিন ফাইবারে
তৈরি। ওজন মাত্র তিন পাউন্ড (দেড় কিলোগ্রাম)। এটি বুলেটপ্রুফ।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ঐতিহাসিক বার্লিনে ওরচেস্টার প্রিপারেটরি
স্কুলের শ্রেণিকক্ষগুলোতে ২০১৩ সাল থেকেই শোভা পাচ্ছে এসব বোর্ড।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে শান্ত-নিবিড় ছোট শহরের পরিচিতি পাওয়া বার্লিনে ৫
হাজার লোকের বসবাস। এর অবস্থান আটলান্টিকের কিছু জনপ্রিয় সৈকত থেকে মাত্র
কয়েক মাইল দূরে। এ শহরের প্রিপারেটরি স্কুলের যে হোয়াইট বোর্ডের কথা বলা
হলো তা প্রায় ২০ / ১৮ ইঞ্চির। দেখলে মনে হবে, এ তো বিশ্বজুড়েই
শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শ্রেণিকক্ষে দেখা যায়। কিন্তু এই স্কুলের বিশেষ
হাতলযুক্ত বোর্ডগুলোর বিশেষত্ব অন্য জায়গায়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা
লিন্ডার মতো শিক্ষকদের কোনো আততায়ীর ছোড়া গুলি থেকে বাঁচতে সহায়তা করতে
পারে। হোয়াইট বোর্ডগুলো ছোট শহর বার্লিন থেকে খুব যে দূরে তৈরি, তা-ও নয়।
ছোট কোম্পানি ‘হার্ডওয়্যার’ এর নির্মাতা। আকারে ছোট হলেও গুলিপ্রতিরোধী
সরঞ্জাম ও সাঁজোয়া উপকরণ তৈরিতে বিশ্বে নেতৃত্বস্থানীয় আসনটি এই কোম্পানির
দখলে। এর প্রধান ক্রেতা মার্কিন পুলিশ বিভাগ ও সেনাবাহিনী। ২০১২ সালে
যুক্তরাষ্ট্রের কানেটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক
তরুণ গুলি করে ২০ শিশু শিক্ষার্থীসহ ২৬ জনকে মেরে ফেলে। এই ঘটনা খুবই নাড়া
দিয়েছিল হার্ডওয়্যারের প্রধান জর্জ টিউনিসকে। শ্রেণিকক্ষে শিক্ষক ও
শিক্ষার্থীদের গুলি থেকে কীভাবে রক্ষা করা যায়, সেই উপায় বের করার চিন্তা
তখন থেকেই শুরু তাঁর।
গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের এক
উচ্চবিদ্যালয়ে সে ঘটনারই যেন পুনরাবৃত্তি। এক বন্দুকধারী স্কুলে ঢুকে
এলোপাতাড়ি গুলি চালিয়ে মারল ১৭ জনকে। সবার আগে প্রাণ দিয়েছেন স্কুলটির
সহকারী ফুটবল কোচ অ্যারন ফেইস। টিউনিস বলেন, তিনি মনে করেন, স্কুলটিতে তাঁর
কোম্পানির ওই ঢাল ব্যবহার করা হলে সেদিন ভিন্ন রকম কিছু ঘটতেও
পারত।শ্রেণিকক্ষে আত্মরক্ষার কাজে ব্যবহার উপযোগী এই হোয়াইট বোর্ড ছাড়াও
হার্ডওয়্যার কোম্পানি বিশেষ ক্লিপবোর্ড, ট্যাবলেট ও নোটবুক তৈরি করে।
প্রতিষ্ঠানটি নোটবুক সাইজের শিক্ষার্থীদের ব্যাগের ভেতরে ব্যবহার উপযোগী এক
ধরনের উপকরণও তৈরি করে। প্রতিষ্ঠানটি এখন এসব নানা উপকরণ দিয়ে
মেরিল্যান্ড, মিনেসোটা ও ডেলাওয়ারের বিদ্যালয়গুলোকে সাজিয়ে তুলছে। এসব
উপকরণ রপ্তানি করছে যুক্তরাষ্ট্রের বাইরেও।যুক্তরাষ্ট্রের বিদ্যালয়গুলো
আত্মরক্ষামূলক এসব উপকরণে সাজানো থেকে নিজের আয়ের বিষয়ে নির্দিষ্ট করে তথ্য
প্রকাশে অস্বীকৃতি জানালেও প্রতিষ্ঠানটি বলেছে, তাদের বিক্রি
‘আকাশচুম্বী’। শিক্ষার্থীদের ব্যাগের ভেতর ব্যবহার উপযোগী উপকরণের দামের
শুরু ৭৫ মার্কিন ডলার থেকে। আর অ্যাসল্ট রাইফেলের মতো আগ্নেয়াস্ত্রের
গুলিরোধক হোয়াইট বোর্ডের দাম ১ হাজার মার্কিন ডলার।যুক্তরাষ্ট্রের
বিদ্যালয়গুলোতে এসব উপকরণের ব্যবহারের কার্যকারিতা প্রসঙ্গে টিউনিস বলেন,
‘এটি ব্যক্তিগত সুরক্ষায় একেবারে শেষ অবলম্বন।’ অরচেষ্টার প্রিপারেটরি
স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক বলেছেন, তাঁরা এই হোয়াইট
বোর্ডের ভক্ত। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ব্যারি টুল বলেন, ‘হোয়াইট বোর্ড
আমাদের শিক্ষকদের প্রকৃতপক্ষেই এক স্বস্তি এনে দিয়েছে।’
No comments