মানবতা জাগ্রত হোক by সাঈদ চৌধুরী
বিশ্বজুড়ে
বিভিন্ন মানবাধিকার সংগঠন অপরাধ ঘটে যাওয়ার পর বিচার চায়। আমরাও চাই।
কিন্তু এই বিচার চাওয়ার মানেটা কী? কত শিশুকে বিনাবিচারে হত্যা করা হচ্ছে!
সেসব ছবি দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তবুও কি কোনো কথা
নির্যাতনকারীরা শুনছে? শিশুরা নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। কোনো শিশু আমাদের
চোখের দিকে তাকিয়ে হেসে দিলেই আমরা আবেগে আপ্লুত হই। যখন দেখি শিশুরা
রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তখন আমাদের কথা বলার ভাষা থাকে না।
সিরিয়া, ইয়েমেন, আরাকান আজ মানবতাহীনতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক
শান্তিবাদী সংস্থাগুলো বিবৃতি দিচ্ছে, যুদ্ধবিরতি চাইছে আর অন্যদিকে
মানুষের রক্তাক্ত দেহের স্তূপ বাড়ছে! বিশ্ব এভাবে চলতে পারে না। শিশুদের
এমন অবস্থা দেখে আমরা বাঙালিরা অভ্যস্ত নই। আমার দেশের সরকার অন্য দেশের
আরাকান থেকে আগত (রোহিঙ্গা) আট-দশ লাখ মানুষকে জায়গা করে দিয়েছে শুধু
মানবতার দৃষ্টিকোণ থেকে। দীর্ঘদিন আমাদের দেশের ভূমি, খাদ্য, নিরাপত্তা ভোগ
করা এ রোহিঙ্গারা কবে নিজ দেশে ফিরে যেতে পারবে, আদৌ পারবে কিনা, তার কোনো
নিশ্চয়তা পাওয়া যায়নি।
মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিচারের কথা
বারবার বলা হলেও বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায়নি। সিরিয়া, ইয়েমেন বা রাখাইন
যাই বলা হোক না কেন, প্রতিটি ভূমিই আজ মানুষের রক্তে লাল। বাংলাদেশের
মহানুভবতা দেখেও বিশ্ব শেখেনি, শিক্ষা নিতে চায়নি। তবে কি বিশ্ব এভাবে
রক্তাক্ত হতেই থাকবে? যুদ্ধ কোনো দেশ বন্ধ করবে কিনা তা ওই দেশের
অভ্যন্তরীণ ব্যাপার; কিন্তু শিশুদের এমন করুণ চিত্র মেনে নেয়া যায় না। এমন
দৃশ্য আমরা আর দেখতে চাই না। শিশুর নিষ্পাপ ও ফুলের মতো জীবনের নিশ্চয়তা
চাই বিশ্বের প্রত্যেক মানুষের কাছে। আর্তনাদ আর রক্তাক্ত চেহারায় যে
বিচারহীনতা শিশুরা শিখছে, তা ভবিষ্যতে পৃথিবীতে ভালো থাকতে দেবে না আমাদের।
সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শিশুদের নিয়ে কাজ করে এমন সংস্থার
কাছে অনুরোধ, আপনারা শিশু হত্যাকারী ওইসব দেশের সরকারপ্রধানের সঙ্গে
আলোচনায় বসুন। শিশুদের অসহায় আকুতির এমন চিত্রগুলো মনুষ্য সমাজ থেকে সরাতে
এক হয়ে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য কাজ করুন। শান্তি না
আনতে পারলেও অন্তত শিশু ও অসহায় মানুষদের রক্ষায় এগিয়ে আসুন। নির্বিচারে
শহরের মধ্যে বিমান হামলা, গ্যাস বোম্বিং অথবা যে কোনো ধরনের রাসায়নিক হামলা
বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। যদি এ পৃথিবীর বুকে নৃশংস, মানব বিধ্বংসী
হামলাই চলতে থাকবে তাহলে শান্তিবাদী সংস্থাগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা
কতটুকু, তাও বিবেচনায় নেয়ার প্রয়োজন দেখা দেবে একসময়। সুষ্ঠু সমাধানের
জন্য প্রতিটি দেশকে এক হয়ে যুদ্ধ বন্ধে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং
সব নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের প্রতিবাদ করছি।
সাঈদ চৌধুরী : সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীপুর, গাজীপুর
aschowdhury88@gmail.com
সাঈদ চৌধুরী : সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীপুর, গাজীপুর
aschowdhury88@gmail.com
No comments