আফগান সীমান্তে অভিযান, রেডিও টাওয়ার ধ্বংস করল পাকিস্তান
আফগান
সীমান্তের কাছে একটি রেডিও টাওয়ার ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা
বাহিনী। দেশটির নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে। ওই সূত্র জানায়,
‘শত্রæতাপূর্ণ ও রাষ্ট্রবিরোধী প্রচারণা’ ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা ঠেকানোর অংশ হিসেবে আফগানিস্তান সংলগ্ন
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানি
সেনাবাহিনী।
গত ডিসেম্বরে জানানো হয়েছিল, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের
১৫০ কিলোমিটার এলাকাজুড়ে বেড়া বসাবে পাকিস্তানের সেনাবাহিনী। নিরাপত্তা
বাহিনী সূত্র জানায়, ‘পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উমার এফএম রেডিও
টাওয়ারটি ধ্বংস করা হয়েছে।’ পাকিস্তান-আফগান সীমান্তে বেড়া নির্মাণের কাজ
জোরেশোরে চলছে। এই কাজের অংশ হিসেবে প্রতিদিন চিত্রাল থেকে দক্ষিণ
ওয়াজিরিস্তান পর্যন্ত ১৪টি এলাকায় হাজার হাজার সেনা ও শত শত গাড়ি মোতায়েন
থাকছে। কাজ করছে সাত হাজার কর্মী।
No comments