ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচেপড়া ভিড়
সাপ্তাহিক
ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।
সকালে জনসমাগম কিছুটা কম থাকলেও জুমার নামাজের পর মেলার মাঠে ভিড় বাড়তে
থাকে। সন্ধ্যার দিকে পুরো মেলার মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এদিন মেলায় শিশু ও
বয়স্কদের নিয়ে ঘুরতে আসা মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে সারি
সারি গাড়ি মেলা প্রাঙ্গণে প্রবেশের অপেক্ষা থাকায় সংসদ ভবন-আগারগাঁও এবং
শ্যামলী রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। শুক্রবার বাণিজ্য মেলা ঘুরে দেখা
গেছে, সকালে মেলা শুরুর আগে রাজধানী ও আশপাশের এলাকার মানুষ টিকিট কেটে
প্রবেশের জন্য লাইন ধরে আছেন। তরুণ-তরুণীদের পাশাপাশি সপরিবারে
সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ঘুরতে আসেন মেলায়। মেলার কারণে তীব্র যানজটের
সৃষ্টি হয়। যানজটে অতিষ্ঠ হয়ে অনেকে হেঁটে মেলায় প্রবেশ করেন। ভিড় ও যানজটে
কষ্ট করে গেলেও দর্শনার্থীদের মুখে ছিল আনন্দের ছাপ। কুমিল্লা থেকে মেলায়
ঘুরতে এসে তানিয়া আহমেদ বলেন, নারায়ণগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলাম। এ
সুযোগে মেলায় ঘুরতে এসেছি। এখানে আসার কারণ হচ্ছে সব গৃহস্থালিসামগ্রী এক
জায়গায় পাওয়া যায়। আবার ছাড়ও দেয়। মেলা উপলক্ষে যমুনা প্যাভিলিয়নে কেনাকাটা
ও প্যাভিলিয়ন পরিদর্শনে নগদ ছাড়, ভাউচার কুপন ও গিফট কুপন দেয়া হচ্ছে।
শুধু প্যাভিলিয়নে প্রবেশ করলেই দর্শনার্থীদের ডিসকাউন্ট কুপন দেয়া হচ্ছে।
মেলার শেষে এই ডিসকাউন্ট কুপন দেখিয়ে যমুনার শোরুম থেকে যে কোনো পণ্য কিনলে
৫ শতাংশ ছাড় পাবেন। একটি যমুনা ফ্রিজ কিনে র্যাফেল ড্রতে অংশ নিয়ে
প্রতিদিন আরেকটি ফ্রিজ পুরস্কার হিসেবে জেতার সুযোগ থাকছে। এছাড়া ফ্রিজের
মডেলভেদে সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় দেয়া হয়েছে। এর বাইরে
প্রতি ১০ হাজার টাকা কেনাকাটায় ১ হাজার টাকা ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ৩১
মার্চের মধ্যে যমুনা ইলেকট্রনিকসের যে কোনো শোরুম থেকে পণ্য কিনে ভাউচার
দেখালে ওই অর্থ ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা। এর বাইরে ৫৫ ইঞ্চি ৪কে এলইডি
টিভিতে ১০ হাজার টাকা ছাড় দেয়া হচ্ছে। ১ ও দেড় টন এয়ারকন্ডিশনের সঙ্গে
যমুনা ফ্যান এবং ২ টন এয়ারকন্ডিশনের সঙ্গে মাইক্রোওয়েভ ওভেন উপহার দেয়া
হচ্ছে। এছাড়া ১৫০ সিসি জিউস ব্রান্ডের মোটরসাইকেলের সঙ্গে ঢাকা-পাতায়া
বিমান টিকিট এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দেয়া হচ্ছে। বাকি মডেলেও ছাড়
দেয়া হচ্ছে। এছাড়া যমুনা ফ্যানেও থাকছে নগদ ছাড়। যমুনা ইলেকট্রনিকস
প্যাভিলিয়নের ইনচার্জ রায়হান আহমেদ বলেন, দেশীয় ইলেকট্রনিকস পণ্যের মধ্যে
যমুনা ইলেকট্রনিকস সর্বোচ্চ মানের পণ্য সর্বোচ্চ ছাড়ে বিক্রি করছে।
প্রতিটি পণ্য কিনলেই ক্রেতাদের জন্য নিশ্চিত উপহার দেয়া হচ্ছে।
No comments