চট্টগ্রামে গাড়িচাপায় বড়তাকিয়ার চালক নিহত


চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি এলাকায় গ্যারেজে গাড়ি রেখে বের হওয়ার সময় আরেকটি গাড়ির নিচে চাপা পড়ে মো. শাহিন (২৩) নিহত হয়েছেন।

 রোববার  দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  জানান, এনাম চৌধুরীর গ্যারেজের পার্কিংয়ে বড়তাকিয়া মটরসের একটি গাড়ি রেখে আসছিলেন হাতিয়ার ওশখালীর বড় মিয়ার বাজার এলাকার মৃত মাহে আলমের ছেলে মো. শাহিন। এ সময় একই কোম্পানির আরেকটি গাড়ি গ্যারেজে ঢোকানোর সময় তার নিচে চাপা পড়েন শাহিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

No comments

Powered by Blogger.